এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই সোমবার নজরুল মঞ্চে বসেছিল ‘বঙ্গভূষণ’, ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট। টলিপাড়ার রথী-মহারথীরা এদিন পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ করতে। শুধু তাই নয়, আরব সাগর পার থেকেও প্রবাসী বাঙালি🐬 কুমার শানু ও অভিজিৎ ভট্টাচ♎ার্য হাজির ছিলেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান গ্রহণ করতে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত এদিনের সন্ধ্যায় সাংস্কৃতিক জগতের একঝাঁক তারকা সম্মানিত হলেন। তালিকাটা বেশ দীর্ঘ﷽। দেব থেকে ঋতুপর্ণা, শ্রীজাত থেকে সৃজিত- কে নেই তালিকায়!
এই বছর ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন টলিউডের যে সকল তারকারা-
১. দেব (দীপক অধিকারী) [অভিনেতা,প্রযোজক]
২. ঋতুপর্ণা সেনগুপ্ত [অভিনেত্রী, প্রযোজক]
৩. ইন্দ্রাণী হালদার [অভিনেত্রী]
৪. শ্রীজাত বন্দ্যোপাধ্যায় [কবি, গীতিকার]
৫. সৃজিত মুখোপাধ্যায় [পরিচালক]
৬. জিৎ গঙ্গোপাধ্যায় [সঙ্গীত পরিচালক]
৭. কৌশিকী চক্রবর্তী [সঙ্গীত শিল্পী]
৮. ইমন চক্রবর্তী [সঙ্গীত শিল্পী]
৯. জুন মালিয়া [অভিনেত্রী]
১০. লীনা গঙ্গোপাধ্যায় [লেখিকা, প্রযোজক]
এই বছর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রাপকের তালিকাতেও💦 রয়েছেন শোবিজ জগতের একাধিক মা꧒নুষজন।
১. দেবশংকর হালদার (অভিনেতা)
২. পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় (তবলাবাদক)
৩. পণ্ডিত দেবজ্যোতি বসু (শরদবাদক)
৪. অভিজিৎ ভট্টাচার্য (সঙ্গীত শিল্পী)
৫. কুমার শানু (সঙ্গীত শিল্পী)
এর পাশাপাশি এই বছর ‘ম⭕হানায়ক’ সম্মান দেওয়া হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ও অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে। 🌌;