করোনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি শোবিজ ইন্ডাস্ট্রি। কোভিডের জেরে এখনও তালাবন্ধ সিনেমা হল তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াই শু🐠রু করল টলিপাড়া।করোনাকালে বলিউডের একাধিক ছবি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও সে পথে হাঁটার বিশেষ সুযোগ ছিল না বাংলা ছবিগুলির। তাই দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে একঝাঁক বাংলা ছবি। সোমবার টলিগঞ্জের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে ঘোষণা করা হল তাদের পরবর্তী পাঁচ ছবির রিলিজ ডেট। যেগুলির মধ্য🅷ে সবচেয়ে চর্চিত ও প্রতীক্ষিত ছবি অবশ্যই, দেবের ‘গোলন্দাজ’ এবং প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
বহু টালবাহানার পর চলতি বছর অ🐷গস্টে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ‘গোলন্দাজ’, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভবপর হবে না তা বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার জানা গেল দুর্গাপুজোয়, ১০ই অক্টোবর মহাপঞ্চমীর দিন রুপোলি পর্দায় ফুটবল পায়ে দাপিয়ে বেড়াতে দেখা যাবে দেবকে। এই পিরিয়ড ড্রামা পরিচালনার দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রস💎াদ সর্বাধিকারীর বায়োপিক এই ছবি।
অন্যদিকে আগামী ক্রিসমাসে মুক্তি পাবে প্রসেনজিত্-সৃজিত জুটির কাকাবাবু সিরিজের তিন নম্বꦗর ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন'। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল কাকাবাবু সিরিজের প্রথম ছবি মিশর রহস্য, চার বছর পর মুক্তি পায় ইয়েতি অভিযান (২০১৭)। মরুভূমি, পাহাড়ের পর এবার জঙ্গলে মোকাবিলার জন্য প্রস্তুত কাকাবাবু। আর এই অভিযানে তাঁর সঙ্গী সন্তু (আরিয়ান ভৌমিক)।সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবির প্রেক্ষাপট কেনিয়া।
এছাড়াও এদিন এসভিএফের তরফে জানানো হয় আগমী ১৩ অগস্ট নাম পালটে মুক্তি পেতে চলেছে বিরসা দাশগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের ‘সাইকো’। ‘মুখোশ’ ღনাম নিয়ে আগামী ১৩ অগস্ট মুক্তি পাবে এই ছবি, অন্যদিকে গত সপ্তাহেই ঘোষিত হয়েছিল মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’, এই ফ্যামিলি ড্রামা মুক্তি পাবে ৩রা নভেম্বর।
সৃজিত মুখোপাধ্যায়ের কলেজ প্রেমের কাহিনি নিয়ে তৈরি ‘এক্স = প্রেম’ শুরু থেকেই জড়িয়েছে নাম-বিতর্কে, এই ছবি মুক্তি পাবে আগামী বছর (২০২২)-এর প্রেমের মাসে। প্রেম-বিরহের সুরে 🅘টলিউডের ইয়ং ব্রিগেডকে নিয়ে এই ছবির গল্প বেঁধেছেন সৃজিত।লিড রোলে অভিনয় করছেন অর্জুন চক্রব▨র্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রুতি দাস।