পর্দায় তাঁরা দেওর-বৌদি। কিন্তু 'কাট' শুনতেই যত ক্ষণ! ক্যামেরা থ♔ামলেই শুরু হয়ে যায় খুনসুটি। দু'জনের বন্ধুত্ব অবাক করে তাঁদের অনুরাগীদেরও। কথা হচ্ছে 'গাঁটছড়ার' কুণাল এবং দ্যুতির। অর্থাৎ রিয়াজ লস্কর এবং শ্রীমা ভট্টাচার্যের। সম্প্রতি শহরের একটি পার্টিতে জমিয়ে নাচতে দেখা গেল দুই বন্ধুকে। উচ্ছ্বাসের সেই মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করলেন রিয়াজ।
কলকাতার এক বিলাসবহুল হোটেলে চাঁদের হাট বসেছিল। টলিপাড়ার অন্যান্য চেনা মুখেদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন 'গাঁটছড়া'র দুই তারকা। শ্রীমা সেজে উঠেছিলেন সোনালি রঙের একটি শর্ট ড্রেসে। রিয়াজের পরনে ছিল সাদা শার্ট, কালো জ্যাকেট এবং বেইজ রঙের ট্রাউজার্স। পার্টিতে বলিউডি গানের তালে নꦉেচে উঠতে দেখা গেল দুই বন্ধুকে। তাঁদের উচ্ছ্বাস চাক্ষুষ করে আপ্লুত অনুরাগীরাও।
রিয়াজের পোস্টে একজন লিখেছেন, 'এই প্রথম তোমাকে নাচ করতে দেখলাম।🌞' অন্য জনের বক্তব্য, 'তোমরা তো ডান্স ফ্লোরে আগুন ধরিয়ে দিলে'। জনৈক আবার বলছেন, 'রিয়াজদাকে একটু অন্য ভাবে পেলাম।'
রিয়াজ-শ্রীমার সঙ্গেই সেই পার্টিতে উপস্থিত ছিলেন তৃণা সাহা, জন ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো তারকারা।
(আরও পড়ুন: পুজোর আবহে ফের প্রেম ভাঙল শ্রীমার?ইনস্টায় ক্রিকেটার প্রেমিককে আনফলো করলেন দ্যুতি)
আপাতত 'গাঁটছড়া'য় টানটান উত্তেজনা। জোড়া লাগছে রাহ💛ুল-দ্যুতির ভাঙতে বসা সম্পর্ক। অন্য দিকে, বনিকে নিজের মনের কথা জানানোর চেষ্টায় কুণাল। তার সঙ্গে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছে সে🦄। কোন দিকে মোড় নেবে তাদের গল্প? এখন সেটাই দেখার।