গণেশ পুজো বলতে একটা সময় মুম্বইয়ের সেই ভিড়, দক্ষযজ্ঞের মতো একটা ব্যাপার 🅺মনে হতো। কিন্তু এখন কলকাতাও বিশেষ পিছিয়ে নেই। আজকাল কম বেশি প্রায় সমস্ত পাড়াতেই বা বাড়িতে গণেশ পুজো হয়। তবে মুম্বইতে ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। আপনিও যদি বাড়ি বসে বা পাড়ার পুজোর প্যান্ডেলে আরও বেশি করে গণেশ পুজোর আমেজে ভাসতে চান তাহলে চটপট চালিয়ে ফেলুন এই বলিউডি গানগুলি।
১. দেবা শ্রী গণেশা: হৃতিক রোশন অভিনীত অগ্নিপথ ছবির এই গানটি দারুণ জনপ্রিয়। অজয় অতুলের কম্পোজ ꧅করেছেন এই গানটি এবং অমিতাভ ভট্টাচার্য লিরিক্স লিখেছেন। দুর্দান্ত সব নাচের স্🌳টেপও রয়েছে এখানে।
২. আলা রে আলা গণেশা: অর্জুন রামপাল অভিনীত ড্যাডি ছবির গান এটি। এটি একবার চালানো মানে পুরোপুরি গণেশ পুজোর আমেজে ভেসে যাওয়া। সাজিদ ওয়াজিদ এই গানটির কম্পোজিশন করেছেন, লিখ𝓡েছেন প্রশান্ত ইঙ্গল।
৩. সাড⛄্ডা দিল ভি তু: এবিসিডি ছবির এই গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। এটির কোরিওগ্রাফিও দেখার মতো𓄧। ওয়েস্টার্ন এবং ভারতীয় সঙ্গীতের দুর্দান্ত মিশেল শোনা যায় এই গানে। হার্ড কৌরের র্যাপ আলাদা মাত্রা যোগ করেছিল গানে।
৪. মৌর্য রে: ডন ২ ছবির এই গাꦚনটিতে বেশ সুন্দর গণেশ পুজোর একটা ভাইব পাওয়া যায়। শাহরুখ খান এই পুজোর যে মজা বা আনন্দ সেটা দারুণ ভাবে ভিডিয়োতে ফুটিয়ে তুলেছিলেন। শঙ্কর মহাদেবন গেয়েছিলেন এই গানটি।
৫. সিঁদুর লাল চাড়ায়ো:๊ বাস্তব ছবির এই গানটি তো ভীষণই বিখ্যাত। গণেশের উপর তৈরি গানটিতে বেশ মারাঠি টাচ পাওয়🧸া যায় একটা। গণেশ পুজোর একেবারে আদর্শ গান এটি।
৬. গজানন: বাজিরাও মাস্তানি ছবির এই গানটা তো অবশ্যই এই তালিকায় থাকবে। এখানে বাজিরাওয়ের গণেশ পুজোর দৃশ্য দেখানো হয়েছিল। সুখবিন𒁏্দর সিংয়ের গানটি চললেই পুরো সেই আমেজ তৈরি হয়ে যায়।