‘বিগ বস’-খ্যাত গওহর খান শহর পরিষ্কার রাখতে উদ্যোগ নিলেন। যদিও একদম নিজের স্টাইলে। সঙ্গে সেই ভিডিয়ো শেয়ারও করলেন সোশ্য়াল মিডিয়ায়। নোংরা গাড়ি থেকে রাস্তায় না ফেলার আর্জি জাꦛনালেন সেই ভিডিয়ো পেস্ট করে।
ইনস্টাগ্রাম ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেত্রী সবাইকে সাবধান করে দিচ্ছেন, তাঁরা যাতে তাঁদের বিলাসবহুল গাড়িতে করে রাস্তায় ঘোরার সময় গাড়ির জানলা খুলে রাস্তায় নোংরা না ফেলে🥂ন। সেই ভিডিয়ো পোস্ট করে গওহর লিখেছেন, ‘সত্যি করে বলুন তো, আপনারা কে কে এমনটা করেছেন? আর আপনারা ক'জন অন্যকে আটকেছেন এমনটা করতে? কতজনই বা কফি খেয়ে কাপ বা মুখ মুছে টিস্যু সরাসরি ফেলে দিয়েছেন রাস্তায়, তা ডাস্টবিনে না ফেলে।’ BeAware এবং KeepYourCityClean এই হ্যাশট্যাগ দু'টি নিজের পোস্টে ব্যবহার করেছেন তিনি। দেখা যাচ্ছে সাইকেলে করে রাস্তায় বেরি꧙য়ে পড়েছেন গওহর। আর বলছেন, ‘Don't talk to me’!
সামাজিক যে কোনও ট্যাবু, ও এই ধরনের ইস্যু নিয়েও এর আগে স🧸োজাসুজি মন্তব্য করতে দেখা গিয়েছে গ𒅌ওহর খানকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একই প্রশ্ন তুলেছিলেন অভিনেতা রোহিত রয় ও রণিত রয়। সে সময় All our dear celebs লিখে টুইট শুরু করেছিলেন রোহিত। তারপর লিখেছিলেন, 'আপনারা যখন পোষ্য নিয়ে হেঁটে যান বেশ কুল আর ক্লাসি লাগে দেখতে। কিন্তু কারও হাতে প্লাস্টিকের ব্যাগ দেখি না। আপনাদের 'বেবি'রা মল ত্যাগ করলে পরিষ্কার কীভাবে করেন?'
রোহিতকে সোশ্যাল মিডিয়াতেই সমর্থন জানিয়েছিলেন তাঁর দাদা রণিত রয়। রণিত লিখেছেন, '🍨এটাই তো লোকের পুরনো ཧস্বভাব। নিজেরা নোংরা করবে, অন্যের পরিষ্কার করার জন্য ছেড়ে দেবে।'