🦋 মাতৃত্বের কারণে ব্যোমকেশ ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়ান ঋদ্ধিমা ঘোষ। হইচইয়ের ব্যোমকেশ সিরিজে প্রথম থেকেই সত্যবতীর চরিত্রে দেখা মিলেছিল ঋদ্ধিমার। তবে ২০২৩ সালে মুক্তি পাওয়া দুর্গ রহস্যতে তাঁর জায়গায় আসেন সোহিনী সরকার। ওই বছরই ছেলের জন্ম দেন ঋদ্ধিমা, স্বামী গৌরব চক্রবর্তীর সঙ্গে।
ꦡতবে এবার ঋদ্ধিমা ও গৌরব ফিরেছেন তাঁর রান্নার শো ‘রন্ধনে বন্ধন’ নিয়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুট। জি বাংলায় জনপ্রিয় শো রান্নাঘর বন্ধ হয়েছিল ২০২২ সালে। তারপর সেই স্লটে শুরু হয়েছিল ঘরে ঘরে জি বাংলা। তবে টিআরপি-তে সেভাবে ছাপ ফেলতে পারেনি সেটি। তাই বছরখানেকের মধ্যেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিল চ্যানেল। এবার রন্ধনে বন্ধনের পালা।
আরও পড়ুন: ⛎‘লোকে বলে ভালো জিনিস…’! মিঠাই রানির প্রেম নিয়ে চর্চা, ইনস্টায় কী ইঙ্গিত সৌমিতৃষার
ꦫ২০ মে অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে রন্ধনে বন্ধন। যা দেখা যাবে সোম থেকে রবি বিকেল সাড়ে ৪টেয়। ভক্ত মনে প্রশ্ন, রান্নার শো তো আনছেন গৌরব-ঋদ্ধিমা, তাঁদের রান্নাঘরের গোপন রহস্য কী?
๊টাইমস অফ ইন্ডিয়াকে গৌরব জানালেন, খাবারের সূত্রে গৌরব মনেপ্রাণে বাঙালি। দিনে চারবেলা তিনি মাছ-ভাত খেয়ে থাকতে পারেন। আর ঋদ্ধিমার কমফোর্ট ফুড হল ভাত আর চিকেন। তবে বর-বউ একটা খাবার নিয়ে পাগল। আর সেটা হল মটন আর সাদা ভাত। তবে কর্তা বা গিন্নি কেউই খুব একটা মশলাদার খাবার পছন্দ করেন না।
আরও পড়ুন: 🌺সেটে আসতে দেরি করত সলমন-ঐশ্বর্য… হাম দিল দে চুকে সনমের সহকর্মী কী ফাঁস করলেন?
🌃ঋদ্ধিমা কি নিজের হাতে রান্না করেন? গৌরব জানালেন, তাঁর বউ খুব ভালো বেকিং করে। এমনকী, বিয়ের আগেও নিজের হাতে বানিয়ে নিয়ে আসত কেক আর কুকিজ। আর গৌরব, তিনি কি কখনও রান্না করে খাইয়েছেন স্ত্রীকে? এতে ঋদ্ধিমা জানালেন, গৌরব পারে অমলেট তৈরি করতে। আগে তো ইলেকট্রিক কেটলিতে কফি ছাড়া কিছুই পারতেন সব্যসাচী-র বড় ছেলে।
আরও পড়ুন: ༒ভোট দিতে বৃদ্ধ বাবাকে সঙ্গ দিলেন না সানি-ববি! কথার মাঝেই রেগে আগুন ধর্মেন্দ্র
🎀গত বছর, পয়লা বৈশাখের দিন প্রেগন্যান্সির খবর শেয়ার করে নিয়েছিলেন ঋদ্ধিমা আর গৌরব। আর তারপর সেপ্টেম্বরে জন্ম হয় ছেলে ধীরের। এরপর ছেলের মুখেভাতের অনুষ্ঠানে প্রথমবার তাঁরা ধীরের মুখ দেখান। সেই অনুষ্ঠানে চক্রবর্তী পরিবারের খুদের গায়ে ছিল সাদা-লাল পাঞ্জাবি আর ধুতি। বাবার সঙ্গে ম্যাচিং পোশাক পরেছিল সে।