২৫ ফেব্রুয়ারি সকাল থেকে তুঙ্গে গোবিন্দা-সুনীতার ডিভোর্স চর্চা। জানা যায়, গোবিন্দা ও সুনীতা তাঁদের ৩৭ বছরের বিবাহিꦅত জীবনে ইতি টানতে চলেছেন। তাঁরা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এমনকি ই-টাইমস সূত্রে জানা যায়, সুনীতা বেশ কয়েকমাস আগেই অভিনেতাকে বিবাহ-বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন। তবে তারপর থেকে আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে এই ডিভোর্সের খবরে মুখ খুলেছেন গোবিন্দা।
সুনীতার সঙ্গে ডিভোর্স নিয়ে ঠিক কী বলেছেন গোবিন্দা?
গোবি🌊ন্দা বলেন, ‘শুধুমাত্রা ব্যবসায়িক বিষয়েই আলোচনা চলছে। তবে আমি আপা✤তত নতুন ছবির কাজ শুরু করা নিয়ে ব্যস্ত।’
এদিকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এর আগ🦂ে জানান, ‘পরিবারের কয়েকজন সদস্যের কিছু বক্তব্যের কারণে দম্পতির মধ্যে সমস্যা দেখা দিয়েছে বটে, তবে এর বাইরে আর কিছুই নয়। গ♐োবিন্দা তাঁর নতুন ছবি তৈরি নিয়ে ব্যস্ত, যেটার কাজ চলছে। তাই আমাদের অফিসে শিল্পীর যাতায়াত লেগেই রয়েছে। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
তবে বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন ন🧔িয়ে মুখ খুলতে রাজি হননি গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। বাবা-মায়ের আলাদা হওয়ার বিষয়ে কথা বলতে রাজি নন তাঁদের মেয়ে টিনাও। যদিও বলিপাড়ায় গুঞ্জন বছর ৩০-এর এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন ৬০ বছরের গোবিন্দা। আর সে কারণেই যত নাকি গোলযোগ।
আরও পড়ুন-বিয়ে নয় বাগদান-এর আগে ঘটা করে 💮আইবুড়োভাত অনন্যা-সুকান্তর, কী ছিল মেনুতে?
আরও পড়ুন-𝔍পা ছুঁয়ে প্রণাম নায়িকার, শ্রাবন্তীকে আদর করে ‘মেয়ে’ বললেন প্রসেনজিৎ, কী বললেন অভিনেত্রী?
প্রসঙ্গত, বেশকিছুদিন আগে এক সাক্ষাৎকারে গোবিন্দাকে নিয়ে বেশকিছু মন্তব্য করেছিলেন সুনীতা আহুজা। যে বিষয়টি নিয়ে নানান চর্চা শুরু হয়। সুনীতা বলেছিলেন, তিনি আর গোবিন্দা এখন আর একসঙ্গে থাকেন না। তাঁদের দুটো বাসস্থান। তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকেন, আর অপরদিকের বাংলোয় একা থাকেন গোবিন্দা। সুনীতার কথায়, তিনি 𓃲ও তাঁর দুই ছেলেমেয়ে কম কথা বলেন, কারণ তাঁদের মনে হয়, বেশি কথা বলা মানে বেকার এনার্জি নষ্ট। তবে গোবিন্দা কথা বলতে ভালোবাসেন, তাঁদের তাঁদের বাংলোয় বিভিন্ন লোকজন আসতেই থাকেন। গোবিন্দা সকলের সঙ্গে আলাপ-গল্প, মিটিং শেষে দেরিতে বাড়ি ঢোকেন।