মঙ্গলবার, ২৫ ফেব্রুয়া♛রি সকাল থেকেই তুঙ্গে গোবিন্দা এবং সুনীতা আহুজার বিচ্ছেদের চর্চা। শোনা যাচ্ছে সুনীতা নাকি সেপারেশন জন্য কেস ফাইল করেছেন। শুধু তাই নয়, অভিনেতাকে আইনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছেন। এবার তার মাঝেই মুখ খুললেন অভিনেতার ম্যানেজার। জানালেন এই সমস্ত রিপোর্ট ভুয়ো। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই নাকি এই চর্চা চলছে।
আরও পড়ুন: বক্স অফিসে দাপট দ🍨েখিয়েও শান্তি নেই! ১০০ কোটির মানহানির মামলার হুমকি ভিকির ছাবাক๊ে! কেন?
IANS কে দেওয়া একটি সাক্ষাৎকারে শশী সিনহা অর্থাৎ গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন অভিনেতার তরꦛফে কোনও বিবাহ বিচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর কথায়, 'এখন এই খবরটা চারিদিকে রটে গিয়েছে। তাই বিষয়টার দিকে আমরা নজর রাখছি। হ্যাঁ, সুনীতা জি কোর্টের মাধ্যমে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। আমি জানি সেটা। কিন্তু কী নিয়ে সেই আইনি নোটিশ সেটার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওই আইনি নোটিশ আমাদের কাছꦕে এসে পৌঁছায়নি নিয়ে এখনও।'
এদিন গোবিনদার ম্যানেজার এও বলেন যে সুনীতা মাঝে মধ্যেই এমন কাজ করেন বা কথা বলেন গোবিন্দাকে নিয়ে যা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে, চর্চা হয়। তাঁর কথায়, 'আপন꧒ি হয়তো দেখে থাকবেন কিছু না কিছু আসতে থাকেই। যে সুনীতা জি এটা বলেছেন, ওটা বলেছেন গোবিন্দার নামে। উনি নাকি গোবিন্দা জিকে নাচ শিখিয়েছেন, অভিনয় শিখিয়েছেন, ইত্যাদি।'
তবে গোবিন্দার ম্যানেজার এটা মেনে নিয়েছেন যে সুনীতা এবং অভিনেতা আলাদা থাকেন। গোবিন্দা তাঁর বাংলোতে থাকেন বর্তমানে, অন্যদিকে সুনীতা থাকেন ফ্ল্যাটে। তবে তাঁর মান🍒ে এটা নয় যে তাঁদের সম্পর্ক ভালো না। ক💝িছু ব্যক্তিগত জিনিস আছে তাঁদের মধ্যে যেটা তাঁরা নিজেদের মধ্যেই মিটিয়ে নেন।
কিন্তু যদি সমস্যা নাই থাকে তাহলে কেন গোবিন্দা আলা♌দা থাকেন? এই বিষয়ে গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন, অভিনেতা বাংলোতে থাকেন তাঁর কাজের জন্য। তিনি একটি রাজনৈতিক দলের সদস্য, সেটার কাজ কর্ম সামলানোর জন্য তিনি সেখানেই থাকেন অধিকাংশ𒉰 সময়। কখনও কখনও বাড়ি যান।