‘মিস ইউনিভার্স ২০২১’ হারনাজ সান্ধু। তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন তিনি। চণ্ডীগড়ের মেয়ে। ঐতিহাসিক জয়ের পর গত সপ্তাহে দেশে ফিরেছেন। ২১ বছর পর ভারতে এই শির♎োপা এনেছেন। ইজরায়েলে ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে ছিনিয়ে এনেছেন সেরার শিরোপা। তাঁর༺ রূপে মুগ্ধ গোটা দুনিয়া।
হারনাজের ফটোশ্যুট এবার তাক লাগাচ্ছে। সাদা লেহেঙ্গা পরে ঝলমল করছেন ‘ব্রক্ষ্মাণ্ড সুন্দরী’। সদ্য নতুন ফটোশ্যুটের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘ইতিবাচক থাকা জরুরি এবং হাসি দিয়েই এটা শুরু হয়’। ডিজাইনার অভিষেক শর্মার লেভেলের পোশাকে ধরা দেন হারনাজ। লেহেঙ্গা এবং নেটের ওড়ায় রয়েছে এম্ব্রোয়ডারির কাজ। শুধুমাত্র কানে꧋ দুল পরেছেন তিন𝔍ি। খোলা চুলে হারনাজের এই লুক রীতিমতো ভাইরাল।
চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট কলেজ, স🎶েক্টর ১১-র প্রাক্তন ছাত্রী হারনাজ সান্ধু। মিস ইউনিভার্স হওয়ার পর আমূল পরিবর্তন এসেছে হারনাজের জীবনে। হারনাজের আগে মাত্র দু'জন ভারতীয় মহিলা মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে এবং লারা দত্ত ২০০০ সালে।