এই বছর দোল আর হোলি উৎসব পড়েছে একসঙ্গে। এ🧔কই দিনে। গোটা দেশ 𝓀মাতবে রঙের উৎসবে। এই বিশেষ দিনে খানিক বলিউডের গান না থাকলে কি জমবে? আপনার হোলি প্লে-লিস্ট সাজিয়ে নিন এই গানগুলি দিয়ে। দোলের দিন আবির খেলার পাশাপাশি গান নাচ খাওয়াদাওয়া নিয়ে হইচই ব্যাপার হয়। এই দিন কিন্তু কিছু গান গানের তালিকায় না থাকলেই নয়।
রবীন্দ্রসঙ্গীত: বাঙালি মানেই রবীন্দ্রনাথের সঙ্গে গভীর সম্পর্ক। ꦡতাই বসন্ত উৎসব নিয়ে লেখা গানগুলো এই দিনের গানের তালিকায় থাকতেই পারে।
বাংলা গানের পাশাপাশি থাকতে পারে হিন্দি🍨 গান। শোলে ছবির ‘এ হোলি কে দিন’ গানটি বেশ জমাটি গান। এটিকেও আপনি গানের তালিকায় রাখতে পারেন।
২০১৩ সালে মুক্তি পায় ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিটি। ওই ফিল্মের ‘বালাম পিচকারি’ গানেই কোমর দুলুক এবার। হইহুল্লোড়ের পাꦿরদ চড়ানোর জন্য এই গানটিই যথেষ্ট!
২০১৪ সালে মুক্তি পাওয়া চতুষ্কোণ ছবির ‘বসন্ত এসে গেছে’ গানটিকে অবশ্যই দোলের গানের তালিক♏ায় রাখুন। লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া গানটি শুনলেই মনে হয় হ্যাঁ, এই তো বসন্ত উৎসব, রঙিন হওয়ার সময় এসে গিয়েছে।
২০১৯ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি গোত্র'র ‘নীল দিগন্তে’ গানটিকেও এই তালিকায় রাখা যেতে পারে। এটি আদতে রবীন্দ্র সঙ্গীত হলেও এই ছবিতে লিরিক্স বদ🦄লে রিমিক্স ভার্সন গাওয়া হয়েছে। তাই গানটিকেဣ আপনি আপনার প্লেলিস্টে এদিন রাখতে পারেন।
লহু মুঁ লগ গয়া: আবারও দীপিকা পাড়ুকোন, তবে এবার সঙ্গে রণবীর সিংহ। 'রাম লীলা' ছবির গানে যেমন আছে রঙের মজা, তেমনই প্রেমের হালꦛকা ছোঁয়াও। দুর্দান্ত সুর মেজাজই বদলে দেবে হোলি পার্টির💖।
গানের তালিকা তৈরি করতে হলে বলা যায় ১৯৭৩ সালে মুক্তি পাওয়া বসন্ত ꦚবিলাপ ছবির ‘ও শ্যাম যখন তখন’ গানটির কথা। অপর্ণা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির গানটিকে এদিনের তালিকায় রꦏাখতে পারেন।
মাধুরী দীক্ষি൩ত অভিনীত গুলাব গ্যাং ছবি থেকে ‘রঙ্গি সারি’ গানটিও এই তালিকায় রাখুন। একটি মিষ্টি ঢঙের গান এটি। হইহুল্লোড়ের পরিবেশে শান্ত ভাব আনতে দারুণ পারে এই গান।
সব ধরনের গা🐻ন যখন হলই, হোলিতে লোকগীতিই বা বাদ যাবে কেন! এই দিনের তালিকায় রাখতে পারেন বসন্ত বহিল সখি থেকে রঙ্গিলা রে মন, পিন্দরে পলাশের বন ইত্যাদি।
তুম তক: গানের নিরিখে 'রাঞ্ঝনা' ছবির জুড়ি মেলা ভার। সঙ্গীতপ্রেমীর 🐻সেই ছবির দোলের এই গান অবশ্যই তাঁদের লিস্টে রাখবেন বলাই বাহুল্য।
সোনি সোনি আঁখিও ওয়ালি: বলিউডের প্লে লিস্টে শাহরুখ খান থাকবেন না তা কি সম্ভব? রঙের উৎসবꦆে যদি মনেও লাগে প্রেমের রং ত🐼াহলে 'মহব্বতেঁ' ছবির এই গান কিন্তু মাস্ট, সঙ্গে নাচও।
রং বরসে: দোল উৎসবের চিরসবুজ গান 'সিলসিলা' ছবির 'রং বরসে𝄹'। যে গানের কোনও൲ ভূমিকা প্রয়োজন পড়ে না, রঙের উৎসব এই গান ছাড়া অসম্পূর্ণ।