২০তম HTLS-এ একসঙ্গে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার আর রাম চরণ। নিজেদের কেরিয়ার, সিনেমার ব্যবসা থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনার মতো অনেক কিছুই বললেন তাঁরা। এই প্রসঙ্গেই উঠে এসেছিল ভারতীয় সিনে♑মার ভবিষ্যতের প্রসঙ্গ। বিশেষ করে রাম চরণের মতো নতুন তারকারা কীভাবে ভারতীয় সিনেমার ভবিষ্যৎ দেখছেন, সেই বিষয়টি। সেই প্রসঙ্গেই রাম ಌচরণ যা বলেন, তাতে আশাবাদী হতে পারেন বাঙালি দর্শক।
কী বলেছেন অভিনেতা?
তাঁর কথায়, ‘আমাদের মতো প্রত্যেক অভিনেতাই চান, নিজের ভাষায়, নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করতে। তাতে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভালো লাগে। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। এখন আমরা আলাদা আলাদা করে এক একটি ইন্ডাস্ট্রি না বলে, ভারতীয় ফিল্ম, গোটাটা একটা𝓰 ইন্ডাস্ট্রি হিসাবে উঠে আসছে। আর সেটিই বদলে দিচ্ছে ছবিটা।’
এর পরে রাম চর🐼ণ প্রসঙ্গে তোলেন রজনীকান্ত এবং কমল হসনের। বলেন, এই দুই মায়েস্ত্রো নিজের ভাষায় ছাড়াও অন্য ভাষায় অভিনয় করেছেন এবং সফল হয়েছেন। বলেন তাঁর বাবা চিরঞ্জিবীর কথাও।
এর পরেই রাম চরণ বলেন, তিনিও অন্য ভাষার ছবিতে কাজ করতে চান। গুজরাটি ভাষার ছবির কথা বলেন তিনি। তার পরেই বলেন বাংলা ছবির কথা। ‘আমি গুজরাটি ছবিতে কাজ করতে চাই। বাংলা ছবিতে কাজ করতে চাই। খুব ভালো ভালো পরিচালক কাজ করছেন বাংলায়। আমি চাই ত♑াঁদের কেউ কোনও দিন এসে আমাꦯয় প্রস্তাব দিন বাংলায় কাজ করার জন্য।
‘আ💦রআরআর’-এর সাফল্যের পরে রাম চরণ এখন শুধুমাত্র ভারতের নন, সারা বিশ্বেরই পরিচিত অভিন𓃲েতা। সেই সময়ে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কোন পরিচালকের সঙ্গে কাজ করতে দেখা যেতে পারে তাঁকে? কোনও আন্দাজ আছে?
না, এখনই এর কোনও উত্ত🅷র নেই। তবে বাঙালি দর্শকদের অনেকেই এর পরে অপেক্ষায় থাকবেন তাঁকে নিজেদের ভাষার ছবিতে দেখতে।