সুশান্ত সিং রাজপুতকে নিয়েই ছিল প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। সুশান্তের মৃত্যুর ১৯দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান ‘মাস্টারজি’।𒁃 সম্প্রতি সরোজ খান কন্যা সুকাইনা জানালেন সুশান্তকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়া সরোজের শেষ দিনগুলোর কথা।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ভালোবাসতেন সরোজ খান। অনেক সময় মেয়ের কাছে সাহায্য চাইতেন পোস্ট শেয়ার করবার ক্ষেত্রে। সুﷺশান্তের মৃত্যু পর মেয়েকে সরোজ খান বলেছিলেন ইনস্টাগ্রামে সুশান্তকে নিয়ে কথা বলতে চান তিনি𒐪।
সরোজ কন্যা জানান, ‘আমার মনে আছে ওঁনার শেষ পোস্টটা ছিল সুশ🤡ান্তকে নিয়ে। উনি আমা💝কে বললেন, একটা পোস্ট লিখে দাও আমি ছেলেটার সম্পর্কে কথা বলতে চাই’। সুশান্তের সম্পর্কে কী লিখেছিলেন সরোজ খান?
‘আমি কোনওদিন তোমার সঙ্গে কাজ করিনি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। জীবনে এমন ক🍨ী ঘটে গেল? আমি হতবাক যে তুমি এমন একটা চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করলে। তুমি বড়দের সঙ্গে কথা বলতে পারবে, তাঁরা তোমাকে নি♋শ্চয় সাহায্য করত। তোমাকে দেখে আমরাও খুশি থাকতাম। তোমার আত্মার শান্তি কামনা করি, তোমার বাবা,দিদিদের অবস্থা আমি কল্পনাও করতে পারছি না। তাঁদের প্রতি সমবেদনা.. সর্বশক্তিমান তাঁদের ওই দুঃখ সহ্য করবার ক্ষমতা দিন। তোমার প্রত্যেকটা ছবি আমার পছন্দের, তোমাকে একইভাবে ভালোবাসব’।
জীবদ্দশায় সরোজের ইনস্🥀টাগ্রাম পোস্টে এটাই ছিল শেষ পোস্ট। পরে তাঁর পরিবারের তরফে কোরিওগ্রাফারের মৃত্যু নিয়ে আপটেড দিয়ে একটি পোস্ট করা হয় সরোজ খানে অফিসিয়্যাল অ্যাকাউন্ট থেকে। করোনার জেরে সরোজ খানের স্মৃতিতে কোনও প্রার্থনাসভার আয়োজন করেনি পরিবার। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর পর মেয়ে জানিয়েছেন, সামনেই মায়ের জন্য প্রার্থনা সভার আয়োজন করতে চান তিনি। সরোজ খানের জীবনকে সেলিব্রেট করাই 💫তাঁর একমাত্র লক্ষ্য।