চলছে ICC ওয়ার্ল্ড কাপ ২০২৩। রবিবার ইডেনে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা দেখতে ভিড় জমিয়েছিল🅘েন টলিপাড়ার বহু তারকা। বাদ যাননি 'রান্নাঘর' খ্যাত সঞ্চালিকা সুদীꦜপা চট্টোপাধ্যায়। ছেলে আদিদেবকে সঙ্গে নিয়ে খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সুদীপা।
ছেলের সঙ্গে ইডেনের গ্যালারি থেকে নিজেই ছবি পোস্ট করেছেনও সুদীপা চট্টোপাধ্যায়। এদিকে সুদীপার আরও একটি পোস্টে সৌরভের সঙ্গে দেখা যাচ্ছে সুদীপা ও অগ্নিদেবের ছেলেকে। তার গালে আবার রং দিয়ে আঁকা দেশের তিরঙা পতাকা। ক্যাপশানে সুদীপা লিখেছেন, ‘দাদার সঙ্গে আদিদেব চট্টোপাধ্যায়।’ সুদীপার এই পোস্ট൲ের নিচে সুজয়প্রসাদ মুখোপাধ্যায় কমেন্টে লিখেছেন, ‘আমার মিষ্টি ভাগ্নে’।
সুদীপার এই পোস্টের নিচে নেটনাগরিকরা তাঁকে ট্রোল করতেও ছাড়েননি। কেউ কেউ লিখেছেন, ‘স্বামী অসুস্থ, আকর আপনারা মা-ছেলে মিলে খেলা দেখছেন!’ একজন লিখেছেন, ‘ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এই তো অগ্নিদেব বাবু অসুস্থ ছিলেন। যাওয়াটা কি খুব দরকার ছিল’। এমন ট্রোলিংয়ের জবাবও দিয়েছেন সুদীপা। লিখেছেন, 'আমার ছেলেটা বড্ড ছোট। শ🥀েষ দুমাস ধরে, শুধু স্কুল আর হাসপাতাল ছাড়া- আর কোথাও যায়নি। দুর্গাপুজোর বিসর্জনের দিন ইডেনের সামনে দিয়ে যেতে যেতে,বেচারা flood lights দেখে, খুব উত্তেজিত আর খুশf হয়ে বলেছিলো-মা! আমাকে একদিন নিয়ে আসবে..তাই, আমন্ত্রন পেয়ে আর বসে থাকতে পারিনি।'
আরও পড়ুন-মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে ঐশ্বর্য, এল💝েন সলমনও, দুজꦿনের দেখা কি হল?
তবে শুধু সৌরভ নন, ছেলেকে নিয়ে খেলা দেখতে গিয়ে নুসরত, যশ, দেবদের মতো তারকার সঙ্গেও ছবি তুলে পোস্ট করেছেন সুদীপা। ছবি দিয়ে লিখেছেন, ‘বেবিজ ডে আউট.. একটি পরিপূর্ণ দিন..অনেক উত্তেজনা, নিছক আনন্দ, সীমাহীন আনন্দের সঙ্গে। সত্যিই আমার প্রিয় বন্ধু অর্পিতা চ্যাটার্জি বণিক এবং CAB সভাপতি মি: স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এত চমৎকার এত সুন্দরল আয়োজনের জন্য। এটা শুধু ক্রিকেট ম্যানিয়, বা বিরাট কোহলির জ্বর-ই নয়- ইডেন গার্ডেনস নামে একটি আবেগও আছে। আদিকে একইভাবে বড় হতে দেখে খুব খুশি- আমরাও ♍আগে ছিলাম।'
এদিকে সদ্য বাইপাস সার্জারি হয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের। গত ৪ অক্টোবর, শনিবার, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। সেসময়ই স্বামীর স্বাস্থ্যের আপডেট দিয়ে সুদীপা লেখেন, 'অবশেষে অগ্নিদেব ছুটি পেল। গোটা হাসপাতালকে আমি ধন্যবাদ জানাচ্ছি, চিকিৎসক থেকে নার্স, ডায়েটিশিয়ান, কিচেন স্টাফ, হাউজ কিপিং সহ সকলেই যেন ওঁকে নিজের বাড়ির লোকের মতো যত্ন করেছেন। ডাক্তারদের নিয়ে তো কোনও কথাই হবে না। ঈশ্বর কৃপা করেছেন। সকলকে ধন্যবাদ আমাদের জন্য প্রার্থনা করার জন্য। ভালোবাসা দ⛎েওয়ার জন্য। আমি কৃতজ্ঞ।'
এদিকে আবার স্বামী অগ্নিদেব একটু সুস্থ হতেই দক꧟্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। মা ভবতারিণীকে রুপোলি পার ম্যাজেন্টা রঙের বেনারসি দি⭕য়ে পুজো দিয়েছেন সুদীপা।