টিভি থেকে বলিউড, এমনকী ওটিটি…. পুরুষশাসিত হিন্দি শোবিজ জগতে নিজের দমে রাজত্ব করেছেন একতা কাপুর। হিন্দি টেলিভিশনের সম্রাজ্ঞী তিনি✱। বাবা জিতেন্দ্র সুপারস্টার, কিন্তু তাঁর ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন একতা। সাফল্যের শীর্ষে পৌঁছানো তাঁর পক্ষে মোটেই সহজ ছিল না। শুধু পেশাদার জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও প্রচুর ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছেন একতা। শুধু তাঁর শো নয়, ওয়েব সিরিজ নিয়েও তুমুল হইচই হয়। তাঁর আসন্ন ছবি 'দ্য সবরমতী রিপোর্ট’ ইতিমধ্যেই চর্চায়।
২০০২ সালে গোধরা-কাণ্ডের প্র🙈েক্ষাপটে তৈরি এই ছবি। ধীরজ শর্মা পরিচালিত এই ছবিতে রয়েছেন বিক্রান্ত মাসি, রাশি খন্না ও ঋধি ডোগরা। ছবির ট্রেলার লঞ্চের আসরে অগ্নিশর্মা অবতারে ধরা দিলেন একতা। ধর্ম নিয়ে কটাক্ষের দিলেন কড়া জবাব।
'আমি কখনও ভয়ে কাজ করিনি'
'দ্য সবরমতী রিপোর্ট'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একতা কাপুর ট্রোলারদের নিশানা করেন যাঁরা তাঁর ছবি এব🐻ং ধর্ম নিয়ে মজা করেন। একতা সকলকে 'দ্য সবরমতী রিপোর্ট'-এর গল্প দেখার জন্য অনুরোধ করেন। হিন্দু হিসাবে তিনি গর্বিত সে কথা জানিয়ে বলেন, 'আমি কখনও জীবনে ভয় পেয়ে কাজ করিনি কারণ আমি একজন হিন্দু। আর হিন্দু মানেই আপনি ধর্মনিরপেক্ষ। আমি হিন্দু বলে অন্য কোনও ধর্ম নিয়েকে বিরূপ মন্তব্য করব না। আমি বলতে চাই, আমি সব ধর্মকে ভালোবাসি। '
'আমার তিলক নিয়ে ঠাট্টা-তামাশা হয়েছে'
ব্যক্তিগত ট্রোলিং নিয়েও সরব হন জিতেন্দ্র কন্যা। একতা কাপুর আরও বলেন, ‘আগে কপালে তিলক পরতাম। আꦚমাকে নিয়ে, আমার তিলক নিয়ে, আমার হিন্দু ধর্ম নিয়ে, আমার হাতে তাগা নিয়ে, আমার আংটি নিয়ে লোকজন ঠাট্টা-তামাশা করত। আমি যে মন্ত্র জপ করি, ধ্যান করি সেই নিয়েও চলত রসিকতা’। একতার পালটা প্রশ্ন, তুমি হিন্দু তাহলে লুকিয়ে পুজো করবে🌠 কেন? হিন্দুত্ব জাহির করতে লজ্জা পাওয়া উচিত নয়, বলেই জানান একতা।
ওদিকে এই ছবির জন্য ইতিমধ্যেই হুমকি পাচ্ছেন বিক্রান্ত মাসি। সেই নিয়ে অভিনতো স্পষ্ট জানান,'একের পর এক হুমকিবার্তা পাচ্ছি আমি। আমরা ছবির গোটা টিম বিষয়টি দেখছি এবং জোট বেঁধে সামাল দিচ্ছি। আমরা শিল্পী। আমরা গল্প বলি। ছবি পুর⭕োপুরি তথ্য ভিত্তিক।'
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরা💮তের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারায় ৫৯জন হিন্দু তীর্থযাত্রী। সেই ঘটনাই উঠে আসবে এই ছবিতে।