ইমন চক্রবর্তী যে কেবল টলিউডের বিখ্যাত, স্বনামধন্য গায়িকা সেটা নয়। তিনি তাঁর নানা কাজ কর্মের মাধ্যমেও সবার নজর কেড়ে থাকেন। তিনি যে ব𝕴রাবরই ভীষণ প্রাণখোলা সেটা তাঁর পোস্ট, কথাবার্তা থেকেই বোঝা যায়। দোলের আগের দিনও তাঁকে তেমন ভাবেই খোশমেজাজে দেখা গেল। কিন্তু তার মধ্যেই তিন𝓀ি কেন নিজেকে পাগল বলে বসলেন?
আরও পড়ুন: ডোনার কলেজে লুকিয়ে দেখা করতে যেতেন সৌরভ! ধরা পড়তেই দাদাগিরিত🤡ে বললেন, 'ওটা আমি না, ওর প্রাক্তন'
ইমন চক্রবর্তীর দোল
দোল উৎসবের বেশ কিছুদিন আগেই ইমন চক্রবর্তীর গানের স্কুলের বসন্ত উৎসব পালিত হল ধুমধাম করে। হাওড়ার লি꧒লুয়ার এক মাঠে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ ঊষা উত্থুপ থেকে শুরু করে জোজো, দেবলীনা কুমার, প্রমুখ। সেই অনুষ্ঠানে পায়ের চোট নিয়ে নেচে গেয়ে, সঞ্চালনা করে অনুষ্ঠান মাতিয়ে তুলেছিলেন ইমন। এবার দোলের আগের দিন তিনি রং খেলায় মেতে উঠেছিলেন তাঁর ছাত্রীদের সঙ্গে।
২৪ মার্চ রবিবার তিনি তাঁর গানের স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে রং খেলে রীতিমত রঙিন হয়ে উঠেছি🔯লেন। সেই রং, আবির খেলার একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করে ইমন চক্রবর্তী লেখেন 'আমিও পাগল, আমার ছাত্র ছাত্রীরাও প꧟াগল।' একই সঙ্গে তিনি জানিয়ে দেন রবিবার তাঁর ক্লাস হয়ে যাওয়ার পর তিনি তাঁর ছাত্র ছাত্রীদের সঙ্গে এভাবেই দোল খেলায় মেতে উঠেছিলেন। রঙিন হয়ে নিয়েছিলেন একটু।
আরও পড়ুন: 'ঠিক করেছি হোলিত🔯ে...' রোহꦦনের সঙ্গে প্রেমের জল্পনা তুঙ্গে, এবার কীভাবে দোল কাটাচ্ছেন অঙ্গনা?
কে কী বলছেন?
ইমন চক্রবর্তী অনেকে൲ই তাঁর এই পোস্টে দোলের শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমি ভাবতাম আমি একাই পাগল। এখন বুঝলাম আমার দ💛লে আরও অনেকেই আছেন।' কেউ আবার লেখেন, 'কী ভালো। আপনি এমনই থাকুন সহজ সরল হয়ে।' কেউ কেউ আবার গায়িকাকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।