একেই বোধহয় বলে ষোলকলা পূর্ণ হওয়া। জানে তু ইয়া জানে না-র ১৬ বছর পূর্তিতে ফের একজোট হলেন জয়-অদিতি-মেঘনা-শালিনরা। নস্টালজিয়ায় ডুব দিল ফ্যানেরা। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ইমরান খান ও জেনেলিয়া ডিসুজা অভিনীত এই নিউ এজ রোম্যান্সের গল্প।
মাঝে কেটেছে ১৬টা বছর। ‘জয়’ ইমরানের চুলে পাক ধরেছে। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, একই দশা জেনেলিয়ার। ঘরকন্না সামলাতে অভিনয় ভুলেছেন রীতেশ ঘরণী। তবে এদিন ভার্চুয়ালি এক হলেন দুজনে। আমির খান প্রোডাকশন হাউসের তরফে ছবির ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে শেয়ার করা হয় এক বিশেষ ভিডিয়ো, সেখানে ‘জানে তু ইয়া জানে না’ গান গুনগুন করলেন সকলে।
শর্তহীন ভালোবাসা আর অটুট বন্ধুত্বের এই গল্প পরিচালনা করেছিলেন আব্বাস টায়ারওয়ালা। এই ছবির হাত ধরেই অভিনয় সফর শুরু হয়েছিল আমিরের ভাগ্নে ইমরানের। রাতারাতি তারকা স্টেটাস পেয়েছিলেন, কিন্তু এরপর আর কাঙ্খিত সাফল্য আসেনি।
এদিন ফের একবার জয়-অতিদিদের একসঙ্গে দেখে ফ্যানেদের প্রশ্ন, ‘তবে কি এই ছবির সিকুয়েল আসছে?’ জয়-অদিতির বিয়েটা কি হয়েছে? এখন কি তাঁরা সংসারী? বাকিরা কে কোথায় রয়েছে? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মাথায়।
ছবির সিকুয়েল প্রসঙ্গে বনবাস ভেঙে লাইমলাইটে ফেরা ইমরান জানান, ‘জানে তু ইয়া জানে না অনেকের গল্প। তবে আমার চরিত্রটা নিয়ে বলব, এটা ছিল জয়ের বয়হুডের গণ্ডি পেরিয়ে প্রকৃত পুরুষ হয়ে ওঠবার গল্প। দুই তরুণ হৃদয়ের একসঙ্গে বেড়ে ওঠবার গল্প, নিজেদের সঙ্গীদের মধ্যে তাঁরা কী খোঁজে তা বোঝবার গল্প, একইসঙ্গে ভালোবাসা খোঁজার কাহিনি। আমি সত্যি জানি না সেই চরিত্রগুলোতে আর নতুন করে কোন আবেগ জোড়া যেতে পারে।’
ইমরানকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের ছবি কাট্টি বাট্টিতে। লাগাতার ফ্লপ ছবি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন- সব মিলিয়ে অবসাদগ্রস্ত ইমরান অলবিদা জানান বলিউডেকে। তবে খবর আমির খান প্রোডাকশনের আসন্ন ছবি হ্যাপি প্যাটেলের হাত ধরে ফের ক্যামেরার মুখোমুখি হবেন তিনি। এই ছবির পরিচালক বীর দাস। অবন্তিকার সঙ্গে ডিভোর্সের পর এখন মেয়ে ইমারা আর নতুন প্রেমিকাকে আগলেই দিনযাপন চলে ইমরানের।
জানে তু ইয়া জানে না-র সেটে বন্ধুত্বের সূত্রপাত হলেও আজও জেনেলিয়া আর ইমরানের বন্ধুত্ব অটুট। শুধু তাই নয় এখন তাঁদের সন্তানরাও বন্ধু। জেনেলিয়ার দুই ছেলে এবং ইমারা একই স্কুলে পড়াশোনা করে। তাঁরাও বন্ধু।