ইরা খানের বিয়ে থেকে ফের একবা🤪র চর্চায় অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। স্ত্রী অবন্তিকার সঙ্গে বিচ্ছেদেরꦬ পর অভিনেত্রী লেখার সঙ্গে বার বার নাম জুড়ে আসছে ইমরানের। ইরার বিয়েতেও একফ্রেমে দেখা মিলল দু'জনের।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে একাধিকবার লেখা ওয়াশিংটনকে দেখা যায়। মুম্বইয়ের রাস্তায় কখনও হাতে হাত রেখে ঘুরতে দেখা যায় দু'জনকে, আবার কখনও হাসি মুখে হেঁটে যেতে দেখা যায় তাঁদের। অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের পর এবার কি নতুন সম্পর্কে জড়ালেন ইমরান খান? ইরা-নূপুর বিয়েতে লেখা ওয়াশিংটনের সঙ্গে যখন ইমরান পোজ দেন, সেই ছবি ঘিরে শুরু হয় জল্পনা। আরও পড়ুন: জমকালো অনুষ্ঠান গোলাপি থিমে সাজানো, মেহেন্💖দিতে কেমন সেজেছিলেন ইরা-নূপুর
‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু হয়েছিল ইমরান খানের। যদিও এরꦕ পরে কার্যত হꦫারিয়েই যান তিনি। স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও যে সম্পর্ক ভেঙেছে তাও তো আর অজানা নয়। ২০১৯-এ বিচ্ছেদের পথে হাঁটেন ইমরান-অবন্তিকা। এর পর থেকে নিজেকে কার্যত গুটিয়েই নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান ♐পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তাঁর বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হ⭕ুসেনের মেয়ে, আর আমির খানের তুতো বোন। মামাকে দেখেই ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে ইমরানের কেরিয়ার শুরু। এর আগে যদিও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে, কখনও আইপিএলের মাঠে সঞ্চালকের ভূমিকায়, কখনও বা দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন লেখা ওয়াশিংটন। ১৯৮৪ সালের ৩০ এপ্রিল চেন্নাইয়ে জন্ম। চেন্নাই শহরে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করে আমদাবাদে প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করেন লেখা। চেন্নাইয়ে বিভিন্ন মঞ্চে থিয়েটার করতেন লেখা। কখনও তামিল গানের ভিডিয়োতে, কখনও বা তামিল এবংജ তেলুগু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে লেখাকে।
আইপিএলের একটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন লেখা। ২০০৪ সালে 'যুবা' সিনেমা দিﷺয়ে বলিউডে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি ২০১১ সালেনিজস্ব একটি প্রোডাক্ট ডিজাইনিংয়ের সংস্থা খোলেন তিনি। এরপর ইমরান খানের ছবি 'মাত্রু কী বিজলি কা মান্ডোলাতেও' খুব ছোট চরিত্রে অভিনয় করেন লেখা। ২০১৩ সালের ওই ছবির পর বলিউডে দেখা না গেলেও, দক্ষিণী সিনেমায় লেখার আনাগোনা অব্যাহত। ২০১৭ সালের ১৮ নভেম্বর পাবলো বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন লেখ🐼া। কিন্তু তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি আবার তাঁরা চর্চায়।