রণবীর কাপুর তাঁর বাবা ঋষি কাপুরের 🉐খুবই আদরের ছিলেন যে সেটা বলাই যায়। ছেলেকেও প্রয়াত অভিনেতা ভীষণ স্নেহ করতেন। তবে একবারই তিনি রণবীরের গায়ে হাত তুলেছিলেন। তাও মন্দিরে যাওয়া নিয়ে। সেই স্মৃতি হাতড়ে এদিন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসে কী জানিয়েছেন রণবীর?
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে রণবীর
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে সম্প্রতি রণবীর কাপুর অ෴তিথি হয়ে এসেছিলেন। এদিন সেখানে তিনি তাঁর বাবাকে নিয়ে কথা বলেন। রণবীর জানান তাঁর বাবা যদি কারও উপর চেঁচাত তাহলে তার অর্থ ছিল তিনি তাঁকে ভালোবাসেন। এরপরই তিনি বলেন, 'আমি একবারই খুব জোর বকা খেয়েছিলাম। আরকে স্টুডিয়োতে দীপাবলির সময়। বাবা খুব ধার্মিক ছিল। আমার তখন কত হবে, ৮ বা ৯ বছর বয়স হবে হয়তো। তো আমি তখন জুতো পরেই মন্দিরে চলে গিয়েছিলাম। তাই আমায় উনি খুব জোর মেরেছিলেন।'
আরও পড়ুন: প্রচার ছেড়ে নাম - সংকীর্তনের অনুষ্༒ঠানে হাজির সায়নী! ভཧক্তদের সঙ্গে নেচে নেচে গাইলেন কৃষ্ণগান
আরও পড়ুন: খোলা পিঠ জুড়ে কবিতার লাইন, সাদা - লালের নকশি কাঁথার গাউনღে প্রাচ্য - পাশ্চাত্য মেলালেন মনামী
তবে বাবা এক🔯বার মারলেও, মা নীতু কাপুর নাকি রণবীরকে মাঝে মধ্যে মারতেন। এমনকি হ্যাঙার দিয়েও পিটিয়েছিলেন তিনি রণবীরকে। তবে এদিন রণবীরের মা জানান বিয়ের পর রণবীর অনেক বদলে গিয়েছেন। অনেক দায়♐িত্বশীল হয়েছেন।
প্রসঙ্গত গত বছর বড়দিনে রণবীর এবং আলিয়ার মেয়েকে প্রকাশ্যে এনেছেন তাঁরা। তখন রাহাকে দেখে সকলেই ঋষি কাপুরের সঙ্গে বেজায় মিল পেয়েছেন। 🌠প্রসঙ্গত রাহা ২০২২ সালের নভেম্বর মা🔯সে জন্মগ্রহণ করেছে।
আরও পড়ুন: 'আমার মতো ভুল...' নে🌱শায় বুঁদ হয়ে শেষ হয়েছে কেরিয়ার, ভক্তদের কীসের থেকে সাবধান করলেন হানি সিং?
রণবীর কাপুরের আগামী প্রজেক্ট
প্রসঙ্গত রণবীর কাপুরকে আগামীতে নীতীশ তিওয়ারির রামায়ণে রামের চরিত্রে দেখা যাবে। সাই পল্লবী থাকবেন সীতার ভূমিকায়। যশ হবেন রাবণ। সানি দেওলকে হনুমান এবং অমিতাভ বচ্চনকে রাজা দশরথের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হꦑিসেবে দেখা যাবে। এছাড়া রণবীরকে আলিয়া এবং ভিকি কৌশলের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে।