অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছ♏ে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন। সেখানে বিভিন্ন ভারতীয় ছবি, সিরিজ, শিল্পীদের সম্মানিত করা হয়েছে। ১২ অগস্ট থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। এক ঝলকে দেখে নেওয়া যাক কার ঝুলিতে কোন পুরস্কার এল।
সেরা ছবি: ৮৩
সেরা পরিচালক: সুজিত সরকার (সর্দার উধম)
&nb🌠sp; &💖nbsp; অপর্ণা সেন (দ্য রেপিস্ট)
সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী: শেফালি শাহ (জলসা)
সেরা সিরিজ: মুম্বই ডায়েরিজ ২৬/১১
সেরা অভিনেতা (সিরিজ): মোহিত রায়না (মুম্বই ডায়েরিজ ২৬/১১)
সেরা অভিনেত্রী (সিরিজ ): সাক্ষী তানোয়ার (মাই)
সেরা ইন্ডি ছবি: জগ্গি
উপমহাদেশের সেরা ছবি: জয়ল্যান্ড
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: কপিল দেব
ডিসরাপ্টার ইন সিনেমা অ্যাওয়ার্ড: বাণী কাপুর (চণ্ডীগড় করে আশিকি)
ইক্যুয়ালিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড: জলসা
লিডারশিপ ইন সিনেমা অ্যাওয়ার্ড: অভিষেক বচ্চন
এই ফেস্টিভ্যালে যোগদান করেছেন অভিষেক বচ্চন, বাণী কাপুর এবং সোনা মহাপাত্রের মতো তারকারা। এ ছাড়াও দেখা গিয়েছিল অনুরাগ কশ্যꦡপ, তাপসী পান্নু এবং তমন্না ভাটিয়াদের। মঞ্চে জুতো খুলে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে সকলের নজর করেছেন তমন্না। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নে꧒টমাধ্যমে। নিজের সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধা চাক্ষুষ করে মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা।