প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গেল ইন্ডিয়ান আইডল ১৫। এতদিন কেবল ঝলক প্রকাশ্যে এসেছিল, এবার পালা নিয়মিত প্রতি সপ্তাহে দুদিন গানের আসর জমার। আর এদিনের অর্থাৎ শনিবার, ২৬ অক্টোবরের পর্বের ঝলক চ্যানেলের তরফে পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে এদিন এক প্রতিযোগীর ভুল ধরিয়ে দেন শ্রেয়া ঘোষাল। শুধু তাই নয়। নিজে গেয়ে সেই ভুল শুধরাতেও সাহায্য করেন তাঁকে। আর গায়িকার এই কাজে রীতিমত মুগ্ꦗধ হয়েছে নেটপাড়া।
আরও পড়ুন: বক্স অফিসে টেক্কা💃 হ⛎িট করতেই মুম্বই পাড়ি দিলেন দেব! এবার কি বলিউডে ডেবিউ করবেন?
কী ঘটেছে?
এদিন এক প্রতিযোগী সিংঘম ছবি থেকে বদমাশ দিল গানটি গান। কিন্তু শ্বাস কোথায় নিতে হবে না হবে সেটা নিয়ে তাঁর গানের বেশ কিছু ভুল ধরিয💧়ে দেন বিচারকরা। তখনই শ্রেয়া ঘোষাল নিজে এই গানটি গেয়ে কোথায় কেমন ভাবে গাইতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, কোথায় শ্বাস নিতে হবে সেটা তাঁকে শিখিয়ে দেন। আ♔র তাঁর এই কাজেই মুগ্ধ হয়েছে নেটপাড়া। প্রসঙ্গত এই গানটি সিনেমাতেও শ্রেয়া ঘোষালই প্লেব্যাক করেছিলেন অজয় গোগাভালের সঙ্গে।
শ্রেয়া এদিন এই প্রতিযোগীকে শ্বাস নেওয়ার বিষয়ে টিপস দিতে গিয়ে টেনে আনেন লতা মঙ্গেশকরের উদাহরণ। বলেন, 'লಌতাজি (লতা মঙ্গেশকর) যখন নিজের গান লিখতেন, বা কোনও কম্পোজার থেকে শিখতেন সামনে বসে তখন উনি নিজের মতো করে গানটি লেখার সময় নিজে জায়গা বানিয়ে নিতেন যে কোথায় শ্বাস নিতে হবে। জায়গা না থাকলে বানিয়ে নিতেন বা কম্পোজারকে জিজ্ঞেস করতেন যে এভাবে গাওয়া যাবে কিনা। উনি ওই সময়টা পুরো ম্যাপিং করে নিতেন কারণ ওই সময় সিঙ্গল টেকে পুরোটা রেকর্ড করা হতো। উনি শ্বাস নেওয়ার জায়গা বানিয়ে নিতেন, ওই 🔜জিনিসটা আমাদের শেখা উচিত। কারণ ওটা যদি শিখে যান গান আরও সুন্দর হবে।'
কে কী বলছেন?
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে প্রশংসা করেছেন শ্রেয়ার। এক ব্যক্তি লেখেন, 'কটাক্ষ বা বিদ্রুপ নয়। নিজেকে জাহির করে নয়। কী সুন্দর নিজে গেয়ে ভুলটা ধরিযꦏ়ে দিলেন।' আরেক ব্যক্তি লেখেন, 'কী সুন্দর ভাবে শেখালেন গানটি কীভাবে গাওয়া উচিত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই হচ্ছে লেজেন্ড। কেমন ভাবে শিখিয়ে দিল গানের মাঝে শ্বাস নেওয়া🦂র ব্যাপারটা।