🌟 বরাবরই বাংলার দর্শকের অভিযোগ থাকে, শেষ মুহূর্তে এসে জাতীয় স্তরের গানের রিয়লিটি শোগুলি থেকে বাদ পড়েন বাঙালি প্রতিযোগীরা। আর এবার ইন্ডিয়ান আইডলে পরপর এপিসোডে, দুই বাঙালির এলিমিনেশন সেই বিতর্কই উসকে দিয়েছে। আর তাই তো, গাওয়ার মাঝে কাশতে শুরু করা রিতিকা রাজ সিং-কে দেখে ফের একবার অভিযোগের ঝুলি খুলে বসল নেটনাগরিকরা। করা হল কটাক্ষ।
ܫসোনি টিভির শেয়ার করা সেই প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে ‘দিলবর’ পারফর্ম করছেন রিতিকা। তবে গানের একটি পর্যায়ে এসে, হঠাৎই বুজে আসে তাঁর গলা। কাশতে শুরু করে দেন। এদিকে, সেই সময় রিতিকার সঙ্গে গলা মেলাচ্ছিলেন মিশমি, মানসীরা। এতটাই কাশতে থাকেন যে, পারফর্ম করতে পারছিলেন না। আর দেখা যায়, সেইসময় সব প্রতিযোগিতা ফেলে ছুটে আসেন মিশমি। জলের বোতল এগিয়ে দেন রিতিকার দিকে।
আরও পড়ুন: ꦦ৩ মাসের কৃষভিকে নিয়ে সরস্বতী পুজোয়, মেয়ের একগুচ্ছ ছবি দিল কাঞ্চনের বাচ্চা বউ শ্রীময়ী, কার মতো দেখতে
🐓এই এপিসোডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। তিনিও রীতিমতো উদ্বিগ্ন হয় পড়েন রিতিকার জন্য। এমনকী, এই নিয়ে বিচারক বিশাল দাদলানির কাছে প্রশ্ন করেন, এমন অবস্থায় কি দ্বিতীয় সুযোগ পাবেন তিনি?
💎এরপর দেখা যায়, জিতেন্দ্র উঠে দাঁড়িয়ে হাততালি দেন মিশমির জন্য। তারিফ করেন, যেভাবে প্রতিযোগিতা ভুলে একতা প্রদর্শন করেছেন এই বাঙালি কন্যে। এমনকী, বিচারকদেরও মুগ্ধ করেছে মিশমির এই সাহায্যের হাত বাড়ানো। দেখুন সেই ভিডিয়ো-
𝔍তবে দেখা গেল, এই ভিডিয়োতে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ার। একজন লিখেছেন, ‘সুপার নটাঙ্কি। হাসতে হাসতে পেট ব্যথা। সস্তার ওয়েব সিরিজে জায়গা হবে।’ আরেকজন লেখেন, ‘এই বেলা সমস্যা নেই। আসলে বাঙালিরা কিছু করলেই ওদের যত বাড়াবাড়ি’। আরেকজন লিখলেন, ‘এই রিতিকার থেকে, রঞ্জিনী অনেকবেশি যোগ্য ছিল’। চতুর্থজনের মন্তব্য, ‘তাও এই মেয়েটা কম নম্বর পাবে না, বা এলিমিনেট হবে না।’
আরও পড়ুন: ꧅রঘু ডাকাতের মহরতে দেব-অনির্বাণ-ইধিকা-সহ আর কারা? ভাইচারার বার্তা সৃজিতের মুখে
♍গত সপ্তাহে ইন্ডিয়ান আইডল থেকে এলিমিনেট হয়ে গিয়েছেন কলকাতার মেয়ে রঞ্জিনী সেনগুপ্ত। এর আগের সপ্তাহে পড়েছিলেন সৃজন পোড়েল। আপাতত প্রতিযোগিতায় টিকে রয়েছেন মানসী-ময়ূরী-বিশ্বরূপ-শুভজিতরা।এখন দেখার এদের মধ্যে কেউ জিততে পারে নাকি ট্রফি।