সাতপাকে বাঁধা পড়েছেন আমির কন্যা ইরা। ৩ জানুয়ারি, বুধবার বিয়ে করেন ইরা খান ও নূপুর শিখরে। বুধবার মুম্বইয়ের বান্দ্রার এক পাঁচ তারা হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন আমির খানের মেয়ে। উপস্থিত ছিলেন আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত, কিরণ রাও এবং তাঁদের ছেলে জুনেইদ ও আজাদ রাও খান। সেই বিয়ের অনুষ্ঠানের বেশকিছু অদেখা মুহূর্ত সোশ্যাল মিডিয়া উঠে এসেছেไ। যেগুলির মধ্যে একটিতে নব দম্পতিকে প্রতিশ্রুতিবদ্ধ হতে দেখা গিয়েছে।
ইরা খান ও নূপুর শিখরের বিয়ের প্রতিশ্রুতি বিনিময়
বিয়ের অনুষ্ঠানের শুরুতে ইরা খান এবং নূপুর শিখরেকে বিয়ের জন্য আইনি কাগজে সই করতে দেখা যায়। এরপর ইরা খান বলে, ‘আমি, নূপুর শিখরেকে আমার বৈধ স্বামী হিসাবে গ্রহণ করছি।’ তখনই উল্লাসে ও করতালিতে ফেটে পড়েন অতিথিরা। অন্যদিকে নূপুর বলেন, ‘আমি, নূপুর শিখরে, ইরা খান তোমাকে আমার বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করছি।’ আর এই মুহꦿূর্তটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিশ্রুতি বিনিময়ের সময় নূপুরকে সেই স্য়ান্ডো গেঞ্জি আর শর্টসেই দেখা গিয়েছে। তুলনামূলক সেজেগুজে ছিলেন ইরা। তিনি গর্জাস হারেম প্যান্ট আর এমব্রয়ডার করা ব্লাউজ সঙ্গে একটা নেটের ওড়নায় সেজেছিলেন।
আরও পড়ুন-মেয়ে ইরার বিয়ে, প্রথম স্ত্রী রিনার সামনেই কিরণের গ♛ালে চুমু♋ আমিরের, নেটপাড়া বলছে…
এদিকে নূপুর ও ইরার প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার সময় ইরার বাবা-মা রীনা দত্ত ও আমির খান, নূপুরের মা প্রীতম শিখরে, আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও, তাঁদের ছেলে আজাদ সহ অন্যান্যদের নব দম্পতির সঙ্গে মঞ্চে দেখা গিয়েছেꦕ। দম্পতি প্রতিজ্ঞা বিনিময় করার সঙ্গে সঙ্গেই একটি রক গান বাজতে শুরু করে। মঞ্চে উঠে জামাই নূপুরকে♕ জড়িয়ে ধরেন আমির খান।
এদিকে ইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠানের আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে আমির, কিরণ, আজাদ সহ পরিবার𝔉ের অন্যান্যদের জমিয়ে নাচতে দেখা গিয়েছে। মঞ্চে দাঁড়িয়ে গায়িকা তখন গাইছিলেন ‘মেরি পেয়ারি বেহানিয়া বানেগি দুলহানিয়া’। আমির খান তখন শেরওয়ানি ছেড়ে বেইজ প্যান্টের সঙ্গে কালো টি-শার্টে পরে নিয়েছেন। কিরণ রাওকে ভিডিওতে ঠিকভাবে দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে, তিনি সালোয়ার কামিজ পরে রয়েছেন। বেশ বোঝা যাচ্ছে, নূপুর ও ইরার বিয়েকে বেশ উপভোগ করেছে আমির খানের গোটা পরিবার।
এদিকে ꧋এদিন মুম্বইয়ের রাস্তায় ৮ কিলোমিটার দৌড়ে বিয়ের মণ্ডপে পৌঁছোন নূপুর। মণ্ডপের বাইরে ঢোল কাঁধে নিয়ে বাজাতেও দেখা যায় তাঁকে। এরপর মণ্ডপে ঢুকেই শ্বশুরমশাই আমিরকে জড়িয়ে ধরেন তিনি। আর তারপর শুরু হয় আইনি বিয়ে।