অবশেষে এতদিনের অপেক্ষা অবসান ঘটল। সামাজিক বিয়েটাও সেরে নিলেন আমির খানের বড় মেয়ে ইরা খান। উদয়পুরে আত্মীয়, পরিবার এবং বন্ধুদের সামনে বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরেকে। প্রকাশ্যে এ𒁏ল তাঁদের বিয়ের ছবি। তাঁদের বিয়ের থিম ছিল ক্রিশ্চানদের বিয়ের মতো। তাঁদের এদিন এদিন হাতে হাত ধরে শপথ নিতে এগিয়ে যেতে দেখা যায়। প্রকাশ্যে এসেছে তাঁদের এই বিয়ের একাধিক ছ🍸বি এবং ভিডিয়ো।
ইরা এবং নূপুর শিখরের বিয়ে
কথা মতোই ১০ জানুয়ারি বিয়ে করলেন ইরা খান এবং নূপুর শিখরে। তাঁদের বিয়ের ছবি এবং ভিডিয়ো একাধিক পাপারাৎজিদের অ্যাকাউন্টে দেখা গিয়েছে। বিয়ের দিন ইরা পরেছিলেন একটি সাদা গাউন। সঙ🌳্গে তিনি ℱচুলটাকে ক্লিপ দিয়ে বেঁধে বাকিটা খোলা রেখেছিলেন। দারুণ একটি টিয়ারা দিয়ে চুল সাজান তিনি এদিন। অন্যদিকে নতুন বর, নূপুরের পরনে ছিল সাদা রঙের শার্ট এবং ছাই রঙের স্যুট।
আরও পড়ুন: সোশ্যাল মি🍬💎ডিয়া সেনসেশন জামাল কুদু এবার সেতার ভার্সনে! নিমেষে ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: লুঙ্গি পরেই তুমুল নাচ নূপুরের, আমির কন্যা ইরাকে পাশে নিয়ে🅷 শাহরুখের সুপারহিট গানে দিলেন ঠুমকা
মেয়েকে এদিন বিয়ের মণ্ডপে দেখে কেঁদে ফেলেন আমির খান। ক্রিশ্চান মতে বিয়ে সেরে যখন ইরা এবং নূপুর চুমু খান একে অন্যকে ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়েন আমির। এদিন ইরা এবং নূপুরের বিয়েতে এসেছিলেন আমিরের দ্বিতীয় তথা প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদ রাও খান। আমির খা🤡নের প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্তকে এদিন একটি শাড়িতে দেখা যায়।
ইরা নূপুরের নাচ
বিয়ের পর যুগলকে একসঙ্গে দেখা গেল। ইরা খান এবং নূপুর শিখরেকে নাচতে দেখা যায় এদিন। বরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলতে দেখা༺ যায় তাঁকে।
ইরা এবং নূপুরের প্রাক বিবাহ অনুষ্ঠান
গত ৭ জানুয়ারি থেকে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে উদয়পুরে। তাঁদের মেহেন্দি থেকে সঙ্গীতের এꦉকাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। মেয়ের সঙ্গীতে আমির খা🌸নকে তাঁর দ্বিতীয় স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে গান গাইতে দেখা যায়। তাঁরা তিনজন সেদিন ফুলো কা তারো কা গানটি একসঙ্গে পারফর্ম করেছিলেন। মেহেন্দির দিন তো কনেকে রীতিমত চোখে হারিয়েছেন নূপুর। একদিন রাতে তাঁদের পাজামা পার্টিও চলে যেখানে বরকে লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করতে দেখা যায়।
আরও পড়ুন: অঙ্কিতার সঙ্গে বিয়ে হোক চাননি ভিকির মা! ꦿবল🀅লেন, 'ও সুশান্তের নাম করে খালি সহানুভূতি পাওয়ার জন্য'
ইরা এবং নূপুরের সম্পর্কে
ইরা খান বলেন আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয♏়ে। তাঁদের একটি ছেলেও আছেন জুনায়েদ খান। রীনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণকে বিয়ে করেন আমির। কিন্তু তাঁদের সেই বিয়েও টেকেনি। বর্তমানে আমিরের তাঁর দুই স্ত্রীর সঙ্গেই ভালো সম্পর্ক আছে। ইরার বিয়েতে😼 তাঁদের দুজনকেই দেখা গিয়েছে।
ইরা এবং নূপুর ২০২০ সাল থেকে এক অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করে গত বছর বাগদান সারেন। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আইনি বিয🦂়েও সারেন তাঁরা। তারপর সোজা চলে আসেন উদয়পুর। সেখানেই তাঁদের সামাজিক বিয়ে ১০ জানুয়াꦚরি সম্পন্ন হল।