আগဣামী ৩ জানুয়ারি বিয়ে করছেন আমির খান কন্যা ইরা খান। তিনি এদিন তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন। ইতিমধ্যেই তাঁদের বাগদান হয়ে গিয়েছে। বয়ের আগে প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন আমির কন্যা। অন্যদিকে মেয়ের জন্য নিজের হাতে গয়না কিনতে দোকানে গেলেন আমির খান। দক্ষি♈ণ মুম্বইয়ের মঞ্জু সচেতির দোকানে গিয়েছিলেন বুধবার রাতে। সেখান থেকেই ইরার জন্য নিজে বেছে বেছে গয়না কিনলেন অভিনেতা। সূত্রের তরফে নিশ্চিত করে জানানো হয়েছে আমির এই দোকানে মেয়ের জন্য গয়না কিনতেই গিয়েছেন। তিনি হামেশা এই দোকান থেকে গয়না কেনেন বলেও জানান তিনি।
ইরা খান এদিন তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠানের। তাঁর পোস্ট করা প্রথম ভিডিয়োতে দেখা যাচ্ছে অতিথিরা সকলে মহারাষ্ট্রিয়ꦑান স্টাইলে ডিনার করছেন। সেখানে আমির খানের দ্বিতীয় তথা প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা যাচ্ছে।
আরও পড়ুন: দিনরাত 🦋জেগে স্ক্রিপ্ট নিয়ে কাজ করেও শাহরুখ করতে পারেননি মুন্♊নাভাই এমবিবিএস, প্রকাশ্যে আনলেন কারণ
আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন চিনি﷽ কম খ্যাত সুই💫নি খারা, পাত্র কে চেনেন?
আরেকটি ছবিতে ইরা এবং নূপুরকে জুটিতে দেখা যায়। তাঁদের সঙ্গে আছেন অভিনেত্রী মিথিলা পালকর, প্রমুখরা। এই ছবির ক্যাপশনে আমির কন্যা ইরা লেখেন, 'বিয়ের মজা শুরু হয়ে গিয়েছে।' এদিন ইরাকে একটি লাল শাড়ি পরে থাকতে দেখা�ꦑ� যায়। তিনি নো মেকআপ লুকে ছিলেন একদম। অন্যদিকে নূপুরের পরনে ছিল লাল কুর্তা এবং ব্রাউন জ্যাকেট। সঙ্গে পরেছিলেন কালো পাজামা।
মিথিলা পালকরও এদিন বন্ধুর বিয়ের একাধিক ছবি পোস্ট করেন। সেটার ক্যাপশনে লেখেন, 'তোদের এবার জলদি জলদি বিয়ে হয়ে যাক।' মিথিলাকে এদিন একটি হলুদ রঙের 🐓চুড়িদার পরে 𒈔থাকতে দেখা যায়।
আরও পড়ুন: বাড়িতেই জমজমাট ক্রিসমাস পার্টি, ক্যাটরিনাকে জড়িয়ে চ🌃ুমু ভিকির, নাচলেন সানি-অঙ্গদের সঙ্গে

ইরার বিয়েতে মিথিলা

মিথিলার পোস্ট
প্রসঙ্গত ১৮ নভেম্বর বাগদান সারেꦡন ইরা এবং নূপুর। তাঁরা দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করেছেন। তারপর এদিন পরিবার এবং উপস্থিতিতে বাগদান সারেন। ইমরান খান থেকে শুরু করে কিরণ রাও, ফাতিജমা সানা শেখ সহ অনেকেই এসেছিলেন এই অনুষ্ঠানে।
ইরা হচ্ছেন আমির এবং তাঁর প্রথম ൩স্ত্রী রীনা দত্তের মেয়ে। তাঁদের একটি ছেলেও আছে জুনায়েদ। ২০০২ সালে তাঁদের ডিভোℱর্স হওয়ার পর ২০০৫ সালে অভিনেতা কিরণ রাওকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও টেকেনি।