আইনি বিয়ে করেই সোশ্যাল ম্যারেজের জন্য উদয়পুরে উড়ে গিয়েছেন ইরা খান, নূপুর শিখরে। সেখানে এখন তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে। ইতিমধ্যেই কোন উঠেছে তাঁদের বিয়ের🎉 অনুষ্ঠান। এদিন তাঁদের মেহেন্দির পর একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। জোড়ায় ছবিও দিয়েছেন ইরা এবং নূপুর। ইনস্টাগ্রামের স্টোরিতে ইরা এদিন তাঁর মেহেন্দির ছবি পোস্ট করেছেন।
ইরা খানের মেহেন্দি
মেহেন্দির দিন ইরা খান একটি আইভরি রঙের লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে করেছিলেন বিনুনি। চোখে ছিল সানগ্লাস। হালকা গয়না পরতে দেখা যায় ইরাকে। অন্যদিকে নূপুর শিখরের পরনে ছিল গোলাপি শার্ট এবং খয়েরি রঙের ভেস্ট। মেহেন্দি চলাকা𒁃লীন একাধিক ছবি তুলে সেগুলো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমির কন্যা।
আরও পড়ুন: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’তে রয়েছে দে🃏শাত্মবোধের ছোঁয়া
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গ🍬ানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'
নূপুরকেও এদিন তাঁদের বিয়ের জায়গার একাধিক ছবি তুলে পোস্ট করতে দেখা যায়। জায়গাটা কীভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সেটা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ধরা 🅷পড়েছে। তাঁদের এদিনের এই মেহেন্দির অনুষ্ঠান বসেছিল উদয়পুরের তাজ লেক প্যালেসে।
প্রসঙ্গত নিজের বিয়ের তদারকি নিজেই করছেন ইরা। ত♔াঁকে এদিন সকালে মেহেন্দির জন্য তৈরি হওয়ার পর ওয়াকি টকি নিয়ে সকল দিকে খেয়াল রাখতে দেখা যায়। লজিস্টিকস বিভাগের কাজের দিল𒁏ে তিনি নিজেই খেয়াল রাখছেন।

ইরা খানের স্টোরি
ইরা এবং নূপুরের বিয়ে
২০২০ সাল থেকে একে অন্যের সঙ্গে🅺 চুটিয়ে প্রেম করছেন ইরা এবং নূপুর। এরপর গত ⛦বছর তাঁরা বাগদান সারেন। তারপর চলতি বছরের ৩ জানুয়ারি তাঁদের আইনি বিয়ে হয়ে যায়। এখন পালা সোশ্যাল ম্যারেজের। মেয়ের বিয়ের জন্য ইতিমধ্যেই উদয়পুর পৌঁছেছেন আমির। তাঁকে আইনি বিয়ের দিনও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী, রীনা দত্ত এবং কিরণ রাও। কিরণের সঙ্গে সেদিন নাচও করেন আমির। খান চুমুও।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মু🅺গ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, ‘সাইজেই খালি ছোট’
প্রসঙ্গত ইরা খান হলেন আম🧸ির খান এবং রীনা দত্তের মেয়ে। তাঁদের আরেক সন্তান আছেন, জুনায়েদ খান। রীনা দত্তের সঙ্গে ডিভোর্সের পর কিরণকে বিয়ে করেন আমির। কিন্তু সেই বিয়েতেও ইতি টেনেছেন অভিনেতা।