ওড়িয়া সিনেমার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে একসময় ঘর বেঁধেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে 'দিদি নম্বর ১'-এর সেই বিয়ে সুখের হয়নি। ২০০৪ সালে তাঁদের সেই সংসার ভেঙে যায়। পরবর্তী সময়ে প্রবাল বসুকে বিয়ে করেছিলেন রচনা। তাঁদের এক সন্তানও আছে প্রণীল বসু। যদিও রচনা-প্রব🍰ালও আলাদা হয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন। তবে তাঁদের ডিভোর্স হয়নি।
তবে সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে হুগলি থেতে তৃণমূলের টিকিটে প্রার্থী হিসাবে রচনার নাম ঘোষণা হতেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন প্রবাল বসু। বুকে স্ত্রীর ছবি এঁটে রচনার মনোনয়ন জমা দেওয়ার দিন তাঁর সঙ্গী হয়েছিলেন প্রবাল। পরে স্ত্রীর জয়ে গর্বিত প্রবালকে বলতে শোনা গিয়েছিল 'ও যা ছোঁয় সেটাই স🅺োনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে।' সেদিনও স্ত্রীর সঙ্গেই ছিলেন প🍷্রবাল বসু।
এখন কানাঘুষো শোনা যাচ্ছে রচনার ভাঙা সংসার নাকি এবার জোড়া লাগছে। রবিবার রচনা স্বামী ও ছেলেকে নিয়ে মধ্যাহ্ন ভোজে যাওয়ার ছবির কোলাজ ভিডিয়ো পোস্ট করলে এই জল্পনা আরও বেশি🐟 জোড়ালো হয়।
কিন্তু সত্যিই কি এবার একসঙ্গে থাকছেন রচনা বন্দ্যোপাধꦡ্যায় ও প্রবাল বসু?
এবিষয়ে টিভি ৯-এর কাছে মুখ খুলেছেন প্রবাল বসু। তিনি বলেন, ‘আমাদের কোনওদিনই ডিভোর্স হয়নি, অতীতেও আমি ওঁর পাশে দাঁড়িয়েছি। আসলে যেটা জরুরী♐ সেটা হল পরস্প෴রকে সম্মান করা। সেটা আমাদের মধ্যে এখনও আছে বলেই এখনও সব ঠিক আছে।’
ছেলে প্রণীল বসুর দায়িত্বের ক্ষেত্রে শুরু থেকই রচনা-প্রবাꦬল শুরু থেকেই কো-পেরেন্টিং-এ আছে সেকথা অনেকেরই জা൩না। কিন্তু এবার কি তবে রচনার সঙ্গে এক ছাদের তলাতেই থাকবেন? এবিষয়ে প্রবাল বসু বলেন, ‘আমাদের সম্পর্কটা ঠিক কী, এবিষয়ে তো আমরা কোনওদিনই কিছু বলিনি। তবে হ্যাঁ, আমি ওর (রচনার) পাশে আছি।’