ঊর্বশী রাউতেলা যে বর্তমানে ‘ডাকু মহারাজ’ সিনেমার জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। ডাকু মহারাজ পোস্টার ♚থেকে ঊর্বশীকে বাদ দিয়ে দেওয়ার🌊 পর সেই বিষয়টি নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।
প⛦োস্টার থেকে ঊর্বশীকে বাদ দিয়ে দেওয়ার ঘটনা সামনে উঠে আসায় অনেকেই মনে করছেন সইফ আলি খান বিতর্কের পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পরিচালক বা প্রযোজক। বিগত কয়েকদিন আগে অভিনেতাকে যখন তাঁর বাড়িতে ছুরির আঘাত করা হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ঠিক তখনই উর্বশী একটি পোস্ট করে লেখেন, ডাকু মহারাজ সিনেমার সাফল্যের পর আমার বাবা এবং মা মহামূল্যবান দুটি ঘড়ি দিয়েছিলেন কিন্তু সেই ঘড়ি আমি সর্বসমক্ষে পড়ে বেরোতে পারি, লুকিয়ে রাখতে হয় না।
আরও পড়ুন: ভারতের জয়ে উচ্ছসিত জাভেদকে জয় শ্রীরাম বলতে জোর ন🐠েটিজেনদের, কী উত্তর দিলেন বর্ষীয়ান 🔯লিরিসিস্ট?
আরও পড়ুন: বিজয় সালগাওকর হিসেবে ফিরছেন অ𝓡জয়! কবে থেকে শুরু হচ্ছে দৃশ্যম ৩ এর শ্যুটিং?
ঊর্বশীর এই মন্তব্যের পর যখন কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে, তখনই তিনি আবার একটি পোস্ট করে ꧋অভিনেতার থেকে ক্ষমা চেয়ে নেন। এবার আদর জন্য এবং আলেখ্য আডবানির🥃 বিয়ের ছবি শেয়ার করতে গিয়ে ফের একটি বিতর্ক তৈরি করে ফেলেন তিনি।

সম্প্রতি আদরের বিয়েতে উপস্থিত হয়েছিলেন ঊর্বশী। বিয়ে বাড়িতে তিনি পড়েছিলেন একটি লাল রঙের কুর্তা, মেরুন রঙের জ্যাকেট, সাদা রঙের প্যান্ট। ঊর্বশী নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, আপনাদের বিয়েতে উপস্থিত থাকার জন্য আর ♏অপেক্ষা করতে পারছি না
ঊর্বশীর এই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয় ঠিক তখনই যখন ওরহান আওয়াত্রামানি অরফে ওরি কমেন্ট করে লেখেন, আমাদের। তারকাদের সঙ্গে ছবি পোস্ট করার সুবাদে ওরি ভীষণ জনপ্রিয় সকলেܫর কাছে। কিন্তু হঠাৎ করে ঊর্বশীর পোস্টে ওরির এইরকম একটি কমেন্ট করায় অনেকেই মনে করছেন তাহলে কি এবার ঊর্বশীর সঙ্গে ওরির সম্পর্ক শুরু হল?
আরও পড়ুন: ওয়ার ২ মুক্তি পাওয়ার আগেই প্রকাশ্যে কবীর-টাইগারের ক্রসওভার! নেটপাড়ার বলছে, ‘পাঠান ক𒁃োথায়?’
ঊর্বশীর এই পোস্টে কমেন্ট করে একজন লেখেন, প্রথম ভারতীয় নারী যিনি একজন পুরুষকে বিয়ে করতে চলেছেন। অ༒ন্য একজন লিখেছেন, ওরিকে বিয়ে করা প্রথম মহিলা। আবার একজন লিখেছেন, এটাই হল ওঁর পৃথিবী, আমরা শুধুমাত🤡্র এর মধ্যে বাস করছি।