꧒ বলিউড অভিনেত্রী ইশা কোপিকরকে মনে আছে? যে নামটি শুনলে অনেকেরই প্রথমে মনে আসে শাহরুখের প্রথম 'ডন' ছবিটির কথা। 'ডন'-১এ 'আজ কি রাত' গানে ইশার সেই নাচ। তবে বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন ইশা। ব্যক্তিগত জীবনে ২০০৯ সালে ব্যবসায়ী টিম্মি নারং-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। তাঁদের এক মেয়েও রয়েছে। তবে গতবছরই শোনা গিয়েছিল টিম্মির সঙ্গে ইশার বিবাহ-বিচ্ছেদের খবর।
♏তবে হোটেল ব্যবসায়ী স্বামী টিম্মি নারং-এর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ নিয়ে এতদিন প্রকাশ্যে কোনও কথাই বলেননি অভিনেত্রী। তবে সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশা তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। ইশা বলেন, ‘ওকে ডিভোর্স না দেওয়াটা আমার জন্য হয়ত সহজ। তবে একসঙ্গে থাকে এবং ক্রমাগত ঝগড়া-লড়াই করে কী লাভ?’
ইশা-র বিবাহবিচ্ছেদ
𒅌টিম্মি আর তিনি কেন আলাদা হয়ে গেলেন জানতে চাইলে ইশা বলেন, 'আমি সত্যিই বুঝতে পারছি না যে কী ভুল হয়েছিল! ... আমরা কেন এভাবে আলাদা হয়ে গেলাম। এটা আসলে ওরই (টিম্মি) সিদ্ধান্ত ছিল, ওই বলেন, এই সম্পর্কটা রেখে আর লাভ নেই! আর আমি তখন বললাম, 'আচ্ছা, ঠিক আছে'। এরপরই আমরা আলাদা হয়ে যাই। একমাত্র পরিণত মানুষই পারে এমন সিদ্ধান্ত নিতে... ।'
ဣইশা আরও বলেন, ‘টিম্মিকে আমি ডিভোর্স নাও দিতে পারতাম। বিবাহবিচ্ছেদ না দেওয়া আমার পক্ষে সহজ ছিল, তবে এটা আমার মূল্যবোধের বিরুদ্ধে চলে যেত। আমরা বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হয়ে গেলাম। তবে হ্যাঁ, এটা সত্যিই আমার জন্য খুব কঠিন ছিল। আমি কিছু উত্তর চেয়েছিলাম, যা আমি মহাবিশ্ব থেকেই পেয়েছি। আমি খুব আধ্যাত্মিক। একসঙ্গে থাকব, তারপর শুধুই ঝগড়া করব ক্রমাগত, এতে কী লাভ? সর্বোপরি, যখন কিছু থেমে হয়ে যায়, তখন সেটা থেকে দুর্গন্ধ বের হয় ... এমনকি স্থিল জলও পচে যায় অনেকসময়।’
✃আরও পড়ুন-সাপ নিয়ে খেলা, বলি অভিনেত্রী ইশা কোপিকর ও তাঁর মেয়ের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া
টিম্মি ও রিয়ানা
༒ইশা আরও বলেন, টিম্মি যেভাবে তাঁদের মেয়ে রিয়ানাকে চেয়েছিলেন, সেটা ঠিক ছিল না। হঠাৎ করে এই খবর ছড়িয়ে দেওয়াটা ভীষণই দায়িত্বজ্ঞানহীন একটা কাজ। কারণ, আমি চেয়েছিলাম রিয়ানা ধীরে ধীরে এটা মেনে নিক। আমি ওর সামনে বিষয়টা অন্যভাবে সামনে আনতে চেয়েছিলাম। তবে তার আগেই, ও এটা নিয়ে কথা বলে ফেলে। পরে যদিও টিম্মি স্বীকার করেছে যে এটা ওর একটা ভুল ছিল এবং এর জন্য ও ক্ষমাও চেয়েছে।
🉐প্রসঙ্গত, জানা যায়, জিমে আলাপ হয়েছিল ইশা ও টিম্মির। ৩ বছর প্রেম করার পর ২০০৯ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পাঁচ বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দেন ইশা। ২০১৪ সালের জুলাই মাসে জন্ম হয়েছিল রিয়ানার। বর্তমানে রিয়ানার বয়স ১১ বছর।
ঈশার ক্যারিয়ার
😼 ১৯৯৭ সালে তেলুগু ছবি 'ডব্লিউ/ও ভি ভারা প্রসাদ' দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন ইশা কোপিকর। ইশা ‘ফিজা’, ‘প্যায়ার ইশক অউর মহব্বত’, ‘আমদানি আত্থান্নি খারচা’ ‘রুপাইয়া’, ‘পিঞ্জর’, ‘দিল কা রিশতা’, ‘এলওসি কার্গিল’, ‘কৃষ্ণা কটেজট, ‘রুদ্রাক্ষ’, ‘হাম তুম’ এবং 'ইন্তেকাম: দ্য পারফেক্ট' গেম'-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন। শহরুখের 'ডন' ইশার উপস্থিতি সকলের নজর কেড়েছিল।