গত ১২ জুলাই থেকে ১৪ জুলাই মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল আম্বানিদের রাজকীয় বিয়ের আসর। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের অতিথিরা। আর সেই বিয়েতেই নাকি 'বোমা পড়বে', এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এমনই খবর ছড়িয়ে পড়ে। আর🅠 সেই পোস্ট ঘিরেই শোরগোল পড়ে যায়। এবার সেই বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলি🌳শ।
জানা যাচ্ছে, ধৃত ওই ব্যক্তি পেশায় ই্ঞ্জিনিয়ার, গুজরাটের ভাদোদরার বাসিন্দা। বয়স মাত্র ২৫। ধৃতের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলের নাম ‘ভাইরাল আশরা’। মঙ্গলবার মুম্বই পুলিশ ꦚওই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ‘ভাইর💝াল আশরা’ এক বিমানের যন্ত্রাংশ বিক্রিকারী সংস্থায় কাজ করেন। গ্রেফতারের পর তিনি পুলিশকে জানিয়েছেন, যে তাঁর কোনও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য ছিল না। তিনি 🅠অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ে নিয়ে নিজের আলোচনা শেয়ার করেছেন।
নিজের টুইট♉ার অ্যাকাউন্🤡টে ঠিক কী লিখেছিলেন ‘ভাইরাল আশরা’?
ওই ব্যক্তি লেখেন, ‘আমার মন ভীষণ নির্লজ্জভাবে একটা কথা ভাবছে যে, যদি আগামিকাল আম্বানিদের বিয়েতে বোমা বিস্ফোরণ হয় তাহলে অর্ধেক পৃথিবী উল্টে যাবে। এক পিন কোডে ট্র✨িলিয়ন ডলার?’
এই টুইট ছড়ি🍨য়ে পড়ার পরই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পারে ভাইরাল আশরা নাকি ওই ব্যক্তির বাড়ি আসলে গুজরাটের ভাদোদরায়। এরপরই মুম্বইয়ের পুলিশের একটা টিম ভাদোܫদরায় পৌঁছয়, গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃতকে মুম্বই এনে দ্রুত আদালতে পেশ করা হবে বলে খবর।
এদিকে গত ১২ জুলাই ধৃত ওই ব্যক্তি বিস্ফোরণের খবর পোস্টের পরপরই য🦩াতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিকেসি-র বিয়ের অনুষ্ঠানস্থল এবং তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। সেদিন মুম্বই পুলিশের ওই আধিকারিক সেদিন জানিয়েছিলেন, ‘এই মেসেজকে ভুয়ো বলেই ধরে নেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখার দায়িত্বে থাকা একটা টিম অবশ্যই নিযুক্ত করা হয়েছে।’