গত ২১ মে ছিল তাঁর জন্মদিন। আর এই জন্মদিনটা মেয়ে এবং কাছের মানুষদের সঙ্গেই কাটিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। যদিও কাছের মানুষদের আনা🃏 কেক কাটা ছাড়া এবার জন্মদিনটা সেভাবে উদযাপন করতে পারেননি কনীনিকা। বেড়াতে যাওয়ার পরিকল্পনাও তিনি বাতিল করেন। কারণটা তাঁর মায়ের অসুস্থতা। জানা যাচ্ছে, অভিনেত্রীর মা এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদি𒁏কে কনীনিকা নিজেও বর্তমানে এক মেয়ের মা। তাই মাতৃত্ব যে কী জিনিস, সেটা ত🗹িনি ভালোই অনুভব করেন। কাজের ফাঁকে তাই যতটা সময় মেয়ে কিয়ার সঙ্গে কাটানো যায়, সেটাই চেষ্টা করেন অভিনেত্রী। ছোট ছোট আনন্দই ৫ বছরের মেয়ে কিয়ার সঙ্গে সেলিব্রেট করার চেষ্টা করেন কনীনিকা। এই যেমনটা সেদিন করলেন। মেয়ের সঙ্গেই হঠাৎ নামা বৃষ্টিতে ভিজলেন 'কনী'। এক লহমায় যেন মেয়ের হাত ধরে নিজেও ছোটবেলায় ফিরে গেলেন।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে এক্কেবারেই বাড়ির উঠানে খালি পায়ে শর্ট নাইটি পরে বৃষ্টিতে হাপুস ভিজতে দেখা যাচ্ছে কনীনিকাকে। সঙ্গী মেয়ে কি🌠য়া। তার মাথায় অবশ্য ছাতা ছিল। মায়ের কথায় সে একবার ছাতা সরালেও পরে ফের মাথা ঢেকে নেয়। কনীনিকা একবার তাঁর মেয়ের কোমর ধরে তুলে তাকে ঘোরালেন। ভিডিয়োর সঙ্গে আরতি বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই জনপ্রিয় ‘টাপুর টুপুর সারা দুপুর নূপুর বাজায় কে’ গানটি জুড়ে দিয়ে পোস্ট করেছেন কনীনিকা।
ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে ব্যবসায়ী, প্রযোজক সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা। ཧ🔴২০১৯-এর ১২ জুন কনীনিকার কোল আলো করে আসে তাঁদের মেয়ে। নাম রাখেন অন্তঃকরণা। আর ডাক নাম কিয়া।
এদিকে কাজের ক্ষেত্রেই সম্প্রতি মানসী সিনহা পরিচালিত 'এটা🍨 আমাদের গল্প' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কনীনিকা। আবার ২৪ মে মুক্তি পাওয়া সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘রাজনীতি’তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কনীনিকা, সেখানে তাঁর চরিত্রের নাম 'মল্লিকা'। এদিকে আবার এই ওয়েব সিরিজের প্রচারে এসে ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী।
বংলা ইন্ডাস্ট্রিতে যে কাজ পাওয়া নিয়ে রাজনীতি হয়, সেকথা অকপটে স্বীকার করে নিয়ে কনীনিকা বলেন, 'হ্যাঁ, ইন্ডাস্ট্রির রাজনীতি বুঝলেও করে উঠতে পারিনি। তবে ইন্ডাস্ট্রির রাজনীতি না করলে ভালো কাজ পাওয়া খুবই মুশকিল। হয়তো টিকে যাওয়া যায়, এই যেমন আমি টিকে গেছি। কিন্তু এই রাজনীতি প্র্যাকটিস করা উচিত। আমায় একবার এক জ্যোতিষী বলেছিলেন তুমি ব✨াস্তবেও অভিনয়টা করো। কিন্তু ওটা আমি করতে পারি না।'