আসছেꦯ সানি দেওল অভিনীত জাট। সেই ছবির ঝলক এদিন প্রকাশ্যে এল। এই যুগের ল𝔉ঙ্কার রাবণ হিসেবে দেখা মিলল রণদীপ হুডার। আর তাঁকেই মোকাবিলা করতে ঢাই কিলোর হাতে নতুন অস্ত্র নিয়ে আসছেন জাট সানি দেওল।
জাট ট্রেলার
জাট ছবির ট্রেলারে দেখা যাচ্ছে একটি গ্রামে একের পর এক মানুষকে হত্যা করা হচ্ছে। বাদ যাচ্ছেন না আর্মির লোকজনও। এমন অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে সরব হয়ে একটি শিশু। তারপরই এই ' রাবণ হিসেবে আত্মপ্রকাশ করেন রণদীপ হুডা। সে এক দুর্ধর্ষ ক্রিমিনাল যে সেটা বলার অপেক্ষা রাখে না। তাঁর কথায় এই গ্রামে কিলোমিটার🦩 দিয়ে রাস্তা মাপা হয় না। বরং মানুষের দেহ দিয়ে মাপা হয়।
আরও পড়ুন: সুরের জাদু🦂 নয়, নাচের তালে কনসার্ট জমালেন অরিজিৎ! ভাঙꦡরা নাচলেন শাহরুখের কোন গানে?
আর তখনই এখানে অন্যায়ের অবসান ঘটাতে হাজির হয় সানি দেওলের। জাট ছবির ট্রেলার জুড়ে উঠে আসে দুর্দান্ত অ্যাকশন দৃশ্য। শুধুই কি তাই সানি কে বলতে শ�💟�োনা যায় তাঁর ঢাই কিলো হাতের ক্ষমতা দেখেছে উত্তর এবার দেখার পালা দক্ষিণের। বলেই তিনি হাতে হাতুড়ি বা নলকূপ নয়। বরং তুলে নেন একটি পাখা। আর সেটা দিয়েই শত্রু নিধন করতে শুরু করেন।
এই ধুন্ধুমার অ্যাকশনে ঠাসা ছবিটিতে একটি দৃশ্য🐟ে পুলিশ অফিসার হিসেবে ঝলক কাড়লেন ঘুমার ছবি খ্যাত🅷 সাইয়মি খের।
আরও পড়ুন: বসন্তে ফের প্রেমের র𓃲ং লেগেছে স্🍰বস্তিকার জীবনে? পূর্ণিমার রাতে কার সঙ্গে সমুদ্র সৈকতে কাটালেন সময়?
জাট ছবি প্রসঙ্গে
আগামী ১০ এপ্রিল মুক্তি পেত𓄧ে চলেছে জাট। এই ছবিটির পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মাইথেরি মুভি মেকার্স প্রযোজনা সংস্থার তরফে এটি প্রযোজনা করেছে।