মনের শান্তিতে হাতে একটি গাছ নিয়ে বেরিয়েছিলেন জ্যাকি শ্রফ। আন্তর্জাতিক যোগ দিবসে দিতে চেয়েছিলেন স্বাস্থ্যের বার্তা। এদিকে তাঁকে 𝓰দেখতে পেয়ে, পাপারাজ্জিরা বরাবরের মতোই ঘিরে ধরেছিলেন তাঁকে, আর এতেই চটে লাল,🤡 নাইন্টিজের হার্টথ্রব।
বর্ষীয়ান অভিনেতা তাঁর সরল প্রকৃতি এবং মশলা মাখানো গাল্লি বয় ধরনের কথাবার্তার জন্য বিশেষ পরিচিত। এদিন পাপারাজ্জিদের রাগ দেখানো♛র ধরনটিও ছিল এরকমই। সম্প্রতি, শুক্রবার প্রবীণ বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পাপারাজ্জিরা তাঁকে ঘিরে করেছিলেন। অতিরিক্ত চেঁচামেচিতে অতিষ্ট হয়ে তাঁদের দূরত্ব বজায় রাখতে এবং ভিড় জড়ো না করার পরামর্শ দিয়েছেন জ্যাকি।
ভাইরাল ভিডিয়োতে কী কী বলে বসেছেন জ্যাকি
কিছুটা রেগে, কিছুটা কুলভাবে পরামর্শ দিতে গিয়ে জ্যাকি এখানেই বলেছিলেন, শ্বাস নিন, দীর্ঘ নিঃশ্বাস নিন। শান্তি! এত তাড়াহুড়ো করলে তো হবে না। আমার হার্ট ফেটে যাবে। পাপারাজ্জিকে তাঁর মুখ থেকে মাইক এবং ক্যামেরা দূরে রাখতেও অনুরোধ করে বলেছিলেন, মাইকটা কি মুখে ঢুকিয়ে দেবে? এই সব আমার মুখে দিচ্ছ🦩েন কেন? একটু দূরে রাখুন, শব্দ আসছে, একটু আরাম করুন! শ্বাস নিন, সবাইকেই একদিন চলে যেতে হবে। তাড়াহুড়ো করবেন না। এরপরেই জ্যাকি সকলকে যোগ দিবসে নিজেদের ꦡপরিবারের সঙ্গে সময় কাটাতে এবং ভাল অভ্যাস এবং মূল্যবোধের পথ অনুসরণের দিকে মনোনিবেশ করার কথা বলেছিলেন।
স্থানীয় লোকজন এবং সংগঠিত দলের সদস্যদের সঙ্গে মুম্বইতে অনুষ্ঠিত একটি বিশ🌳েষ সভায় তাঁকে যোগব্যায়াম করতেও দেখা গিয়েছে এবং প্রতিদিন যোগব্যায়াম অনুশীলনের সুবিধা সম্পর্কে কথা বলেছেন এদিন। মজার বিষয় হল, অভিনেতা মুম্বইতে যোগ সেশনে অংশ নেওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ক্যাপশন দিয়েছিলেন, গভীর শ্বাস নিন এবং যোগ করুন।
কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, জ্যাকিকে শেষবার নꦗীনা গুপ্তার সঙ্গে কমেডি ড্রামা 'মাস্ত মে রেহনে কা' ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি ২০২৩ সালের ডিসেম্বরে প্রাইম ভিডিয়োতে রিলিজ করেছিল।