গত ১৫ বছর ধরে তাঁর জলদগম্ভীর স্বরে বলে ওঠা ' বন্ড। জেমস বন্ড' সংলাপে মুগ্ধ হননি এমন ছবিপ্রেমী দর্শক বিরল। প্রায় কিংবদন্তির পর্যায়ে ব্রিটিশ এজেন্ট জেমস বন্ডের নামভূমিকায় সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা কুড়িয়েছেন হলিউড-তারকা ড্যানিয়েল ক্রেগ। তাঁর তুখোড় অভিনয় থেকে দক্ষ অ্যাকশনে বুঁদ হয়ে থেকেছেন বন্ডপ্রেꦫমীরা। তবে জানেন কি 'বন্ড' হয়ে ওঠার আগে 'দারোগা' সাজার প্রস্তাবে রাজি হয়েছিলেন ড্যানিয়েল? সবকিছু ঠিকঠাক থাকলে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যেতে পারত তাঁকে!
এমনটাই জানিয়েছেন বিখ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। তাঁর আত্মজীবনী 'দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর'-এ। 'রং দে বসন্তী' ছবিতে ব্রিটিশ দারোগা জেমস ম্যাককিংলে চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল বর্তমান বন্ড অভিনেতাকে। প্রস্তাব পেয়ে তিনি শুধু রাজিই হননি বরং সানন্দে এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন। যা দেখে দারুণভাবে মনে ধরেছিল রাকেশ ওমপ্রকাﷺশ মেহরার। উল্লেখ্য,এই ব্রিটিশ দারোগা꧂ জেমস ম্যাককিংলে যিনি ভগত সিং, শুকদেব এবং রাজগুরুর ফাঁসির সময় হাজির ছিলেন। শেষপর্যন্ত ছবিতে এই ভূমিকায় অভিনয় করতে দেখা যায় স্টিভেন ম্যাকিন্টশ-কে।
তা রাজি হয়েও কেন 'রং দে বসন্তী'-তে অভিনয় করলেন না ড্যানিয়েল? সেকথাও জানিয়েছেন ছবির পরিচালক। 'আসলে যখন ড্যানিয়েল এই ছবির জন্য রাজি হচ্ছিলেন সেই একই সময়ে তাঁকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছিল পরবর্তী জেমস বন্ড-এর চরিত্রের জন্য। সেকথা ওঁ নিজেই জানিয়েছিলেন। তারপর বলেছিলেন,তাই ওঁকে যেন একটু সময় দেওয়া হয়। সবদিক একটু গুছিয়ে নিয়ে তিনি আসবেন 'রং দে বসন্তী-র সেটে। তবে এরপর তো বন্ডের চরিত্রের জন্য ড্যানিয়েলই নির্বাচিত হল। বাকিটুকু ইতিহাস!' জানিয়েছিলেন 'তুফান' এর পরিচালক। ত🔯বে বলতে ভোলেননি ওই চরিত্রের জন্য প্রথম থেকেই 'বন্ড' এর অডিশন তাঁর বড🧸্ড পছন্দ হয়েছিল।
প্রসঙ্গত, ভারতীয় ছবির ইতিহাসে 'রং দে বসন্তী' স্রেফ একটি মাইলসꩵ্টোন ছুঁয়েই থেমে থাকেনি। একইসঙ্গে ওই বছরের অস্কার এবং গোল্ডেন গ্লোবের 'সেরা বিদেশি ছবি'-র তালিকায় নিজের জায়গা করে নিয়েছিল। অন্যদিকে 'জেমস বন্ড' এর চরিত্রে অভিনয় করে রাতারাতি বিখ্যাত হয়ে ܫউঠলেন ড্যানিয়েল। ১৫ বছর ধরে এখনও সেই ব্রিটিশ স্পাই এজেন্টের চরিত্রে তিনিই অভিনয় করে চলেছেন।