রাজ ঠাকরের দীপোৎসব অনুষ্ঠানে হাজির ൲হয়েছিলেন বর্ষীয়ান কবি এবং গীতিকার জাভে🧸দ আখতার। সেখানে গিয়েই তাঁকে রাম এবং সীতাকে নিয়ে কথা বলতে দেখা গেল। এখানে জাভেদ আখতার জানান যে রাম সীতা কেবল হিন্দু দেব দেবী নন, বরং তাঁরা ভারতীয় সংস্কৃতির অংশ।
রাম সীতাকে নিয়ে কী বলেছেন জাভেদ আখতার?
জাভেদ আখতার নিজেকে নাস্তিক বলেই দাবি করেন। এদিন তিনি স💝েই কথা আরও একবার মনে করিয়ে বলেন, 'আমি যদিও নাস্তিক কিন্তু আ💮মি তবুও রাম এবং সীতাকে ভারতের সম্পদ বলে মনে করি।' তিনি জানান এই কারণেই তিনি এই দীপোৎসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জাভেদ আখতারের মতে রামায়ণ আমাদের সংস্কৃতির সম্পদ।
এই বর্ষীয়ান কবি এদিনের অনুষ্ঠানে আরও জানান যে তিনি গর্বিত রাম সীতার দেশে জন্মাতে পেরে। তাঁর মতে মর্যাদা পুরুষোত্তম কথাটি উচ্চারিত হলে সবার আগে রামের কথাই তাঁর মনে আসে। এদিন ত🤡িনি তাঁর কথার মাঝে সকলকে জয় সিয়া রাম ধ্বনি দিতেও বলেন।
আরও পড়ুন: টিআরপ♍ি কমতেই অনুরাগের ছোঁয়ায় বড় চমক! সূর্য সরে দীপার জীবনে এন্ট্রি নিচ্ছেন কে?
আরও পড়ুন: শেষ প্রধানের শুটিং, দেবেরཧ সঙ্গে আদুরে ছবি দিয়ে বিশেষ𒉰 বার্তা 'মিঠাই' সৌমিতৃষার
এরপরই নিজের ছোটবেলার কথা স্মরণ করে জাভেদ আখতার বলেন, তিনি লখনউতে বড় হয়েছেন। সেখানকার যাঁরা বড়লোক ছিলেন তাঁরাই একমাত্র সকালে গুড মর্নিং বলতেন। বাকিরা সবাই জয় সিয়া রাম বলেই একে অন্যকে শুভেচ্ছা জানাতেন সকালে। তাঁর কথায়, 'রাম সীতাকে আলাদা ভাবা একপ্রকার পাপ। শ্রীরাম কথাটি যে❀মন ভালোবাসা বোঝায় তেমনই একতা বোঝায়। আপনারা সবাই আমার সঙ্গে জয় সিয়া রাম বলুন। আজ থেকে জয় সিয়া রাম বলা অভ্যাস করুন।'
তিনি এদিন হিন্দুদের প্রশংসা করে আরও বলেন যে তাঁরা ভীষণ সহনশীল হয়। জাভেদ আখতারের কথায়, 'হিন্দুদের যে বিষয়টা সব থেকে ভালো, সেটা হল এঁদের মন ভীষণ বড় হয়। আপনি যদি নিজের ভিতর থেকে সেটা নষ্ট করে দেন আপনিও তাহলে বাকিদের মতো হয়ে যাবেন।' তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলেই আপনি হিন্⭕দু। এটাই হিন্দুদের সংস্কৃতির। সেই জন্যই আমরা গণতন্ত্র পেয়েছি। কিন্তু এটা ভাবাও ভুল যে একমাত্র আমি ঠিক আর বাকিরা ভুল।'