বক্স অফিসে চলছে শাহরুখ 'শাসন'। কিং খানের হাত ধরে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে পরিচালক অ্যাটলির ছবি। 'জওয়ান' ছিল বলিউডে অ্যাটলির ‘এন্ট্রি পাস’। যাতে লেটার মার্কস পেয়ে পাস করেছেন অ্যাটলি। আর শাহরুখের সঙ্গে শুধু একটা ছবি করেই থামতে চান না অ্যাটলি। বলিউডে পাকাপাকিভাবে জায়গা করতে চা꧒ন তিনি। আর তাই পরিকল্পনা করছেন 𒆙বাদশার সঙ্গে আরও একটা ছবি করার।
হ্যাঁ, ঠিকই শুনছেন। খুব সম্ভবত এবার কিং খান ও থালাপতি বিজয়তে নিয়ে নিজের পরের ছবি করতে পারেন অ্যাটলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ♑এবিষয়ে মুখ খুলেছেন অ্যাটলি নিজেই। ঠিক কী বলেছেন তিনিℱ?
বিজয় স্যার এবং শাহরুখ স্যার, দুজনেই আমায় একই কথা বলেছিলেন যে 'চিত্রনাট্য নিয়ে আসুন, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব। আমিও ভেবেছিলাম যে ওঁরা আমার জন্মদিনের উপহার হিসাবে এই সব বলছেন। পরের দিন, বিজয় স্যার আমাকে মেসেজ করে বললেন যে আপনি যদি এমন একটা চিত্রনাট্য লেখেন, তাহলে আমি অবশ্যই এর অংশ হব। আমার ঠিক পাশে থাকা শাহরুখ স্যার জিগ্গেস করেছিলেন, 'স্যার, আপন𝐆ি এই বিষয়ে সিরিয়াস? আমরা একসঙ্গে একটি ছবি করব, তাই না?'।
আরও পড়ু▨ন-মার্কিন মুলুকে🌼ও শাহরুখ রাজত্ব, আমেরিকার বক্স অফিসে সেরা ৫-এ 'জওয়ান'
প্রসঙ্গত, অনেকেই ভেবেছিলেন, 'জওয়ান'-এ ক্যামিও হিসাবে দেখা যাবে থালাপতি বিজয়কে। যদিও সেটা ঘটেনি। এপ্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘বিজয় স্যারকে ক্যামিওর জন্য বলিনি, তার🍌 একটা কারণ আছে। শাহরুখ স্যার, বিজয় স্যার দুজনেই আমার কেরিয়ারের মোড় ঘুরিয়েছেন। আমি অবশ্যই ওঁদের দুজনকে নিয়ে কিছু একটা লিখব।’ অ্যাটলি বিজয়ের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন, থেরি (২০১৬), মেরসাল (২০১৭) এবং বিগিল (২০১৯) ছবিতে।
এদিকে ঈশ্বরকে ধন্যবা𒁃দ জানিয়ে অ্যাটলি বলেন, ‘ভালো বিষয় হল, বলিউডে আমার কাজ সকলের পছন্দ হয়েছে। আরও তারকার সঙ্গে কাজ করতে চাইছি। সলমন স্যার, রণবীর স্যারের সঙ্গেও কথা হয়েছে। ঈশ্বর আমা🏅র সঙ্গে রয়েছেন। ওঁর জন্যই ভালো চিত্রনাট্য় ও আইডিয়া পাচ্ছি।’
জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে ৮০০ কো🦩টির ক্লাবে পৌঁছে গিয়েছে। ভারতে, জওয়ান ৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এটি সবথেকে দ্রুততম হিন্দি সিনেমা যেটি ৪০০ কোটি টাক🎶ার ব্যবসা করে ফেলেছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। যেখানে, শাহরুখকে বিক্রম রাঠোর এবং তাঁর ছেলে আজাদের দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। এতে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।