বছরের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন পাঠান দিয়ে। এবার শাহরুখ খানের জাওয়ান আসার অপেক্ষায় মুখিয়ে আছে দর্শক। সোমবার ৩১ জুলাই প্রকাশ্যে এল পাঠানের নতুন গান ‘জিন꧟্দা বান্দা’। ট্র্যাকটি তিনটে ভাষায় প্রকাশ পেয়েছে। হিন্দি ছাড়াও তামিলে 'ভান্দা এদম' এবং তেলেগুতে 'ধুম্মে ধুলিপেলা'। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল।
শাহরুখের নাচ যাদের পছন্দ, তাদের প্রিয় হতে চলেছে ‘জিন্দা বান্দা’। কারণ এই গানে শাহরুখকে পাওয়া গেল পুরোপুরি ডান্সিং মুডে। কোরিওগ্রাফি করেছেন শোবি পলরাজ। 🌺হাজারেরও বেশি মহিলা নৃত্যশিল্পীর সামনে শাহরুখ সেই চেনা অবতারে। কিং 🉐খানের সঙ্গে এই গানে দেখা মিলল সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনির।
গান শুরু হচ্ছে শাহরুখের ডায়লগ দিয়ে। ‘উসুলো পে যাহা আচ আয়ে টকরানা জরুরি হ্যায়। বান্দা জিন্দা হো তো💦 জিন্দা নজর আনা জরুরি হ্যায়।’ এরপরই স্ক্রিনে 𝄹এন্ট্রি বাদশার। ক্লিন শেভড লুক, চোখে কালো রোদ চশমা।
তবে গানে শাহরুখের ꦫলুক যতই কুল ডুড হোক না কেন, জাওয়ানে কিন্তু লুক নিয়ে ভালোই এক্সপেরিমেন্ট করেছেন শাহরুখ। কখনও ন্যাড়া মাথা তো কখনও মুখের অর্ধেক বীভৎসভাবে পোড়া! একেক সময়ে একেক চেহারা দেখে শিউরে উঠেছে সবাই। আর তাতে ছবি নিয়ে চর্চা বেড়েছে। অনেকেরই মত, পাঠানের পর জাওয়ানও হতে চলেছে ব্লকবাস্টার।
‘জিন্দা বান্দা’🅷র ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘যে💜খানে কেউ নীতিতে আঘাত করে তখন রুখে দাঁড়ানো প্রয়োজন। বেঁচে থাকলে জীবিত দেখানো দরকার। ওয়াসিম বেরেলভী সাবকে অনেক ধন্যবাদ এই পংক্তিদুটি সামান্য বদল করে ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য়। গানটি লিখেছেন ইরশাদ কামিল স্যার। আর সুর দিয়েছেন আমার প্রিয় বন্ধু অনিরুদ্ধ।’
হিন্দি, তামিল এবং তেলেগু ভাষ🔥ায় ছবিটি ৭ সেপ্টেম্বর বড় পর্দায় আ𒁏সবে জাওয়ান। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন নয়নতারা , বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্রা, প্রিয়ামনি এবং দীপিকা পাড়ুকোন।
ছবির প্রিভিউ সামনে আসার পর বড় চমক ছিলেন দীপিকাই। প্রিভিউ ভিডিয়ো দেখে অনেকেরই অনুমান ছবিতে দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তবে শুধু মা-ই নন, ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলে দ্বৈত ভূমিকꦦায় অভিনয় করছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনও শাহরুখের স্ত্রী এবং কখনও মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে।