প্রথম কবিতা প্রকাশের পর কেটে গিয়েছে ৫০ বছর। আর তারপরই তিনি জানালেন যে তিনি আর কবিতা প্রকাশ করবেন না। সম্প্রতি এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন জয় গোস্বামী। তাঁর এমন ঘোষণার ফলে যে বাংলা কবিতা তথা সাহিত্য জগতে এক অনন্য নজির সৃষ্টি হল যে সেটা বলাই বাহুল্য। তবে এই পথে একা জয় গোস্বামী হাঁটেননি। এর আগেও কবি সমর সেন মাত্র ১২ বছর কবিতা লেখার পর বন্ধ করে দেন লেখা♏। এই বিষয়ে উল্লেখযোগ্য কবি তন্ময় দ✅ত্তের নামও। কিন্তু তাঁরা কেউই ঘোষণা করে কবিতা লেখা বন্ধ করেননি যা জয় গোস্বামী করলেন।
২০২🐼৩ সালের বড়দিনের সময় একটি পুস্তিকা প্রকাশ করেছেন জয় গোস্বামী। সেখানেই তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রসঙ্গত তাঁর এ✅ই বইটির কোনও দামও রাখা হয়নি। অর্থাৎ বিনামূল্যে কেনা যাবে এই বইটি। সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের প্রকাশক অভিরূপ মুখোপাধ্যায় তেমনটাই জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী মাত্র কয়েকটি দোকানেই পাওয়া যাবে বইটি।
আরও পড়ুন: ‘শোলের লেখক জাভেদ আখতারকে ভু💛য়ো বলছ!’ অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উপর ক্ষুব্𓆉ধ নেটপাড়া
জয় গোস্বামী তাঁর এই সদ্য প্রকাশিত পুস্তিকায় লিখেছেন যে তাঁর লেখার যে মূল দীপ্তি সেটা থেকে একটা সময় তিনি সরে এসেছিলেন একপ্রকার বাধ্য হয়ে। তিনি জানিয়েছেন বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যা♎য় বা অমিয় চক্রবর্তীদের মতো কবিদের তুলনায় তাঁর ক্ষমতা সীমিত। তিনি নিজেই নিজের লেখার মধ্যে জানিয়েছেন আমাদের সকলের মধ্যেই লুকিয়ে আছে হিটলার যে সমস্ত কিছু প্রাপ্তির পরেও অন্যের সর্বস্ব দাবি করে। তাই কবির প্রশ্ন এখন সবটা পাওয়ার পর তিনি সাহিত্য জগতের থেকে আর কতটা বা কী চাইতে পারেন, বা চাইলেও♏ সেটা কতটা সঙ্গত হবে?
তবে তিনি যে কেবল কবিতা প্রকাশ বন্ধ করে দিচ্ছেন সেটাই নয় তিনি জানিয়েছেন যে আর কেউ যেন তাঁর নাম আর কোনও পুরস্কারের জন্য বিবেচনা না করেন। ইতিমধ্যেই কবি বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, সাম্মানিক ডি লিট, ইত্যাদি প❀েয়েছেন।
আরও পড়ুন: প্🌺রায় ৪০০ কোটির দোরগো🍃ড়ায় সালার, সোমবার ১.৬০ কোটি ঘরে তুলে কোথায় দাঁড়িয়ে শাহরুখের ডাঙ্কি?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি কবি জানিয়েছেন যে তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫টি কবিতার বই এবং ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই অল্প সময়ের মধ্যে ১৮টি বই প্রকাশ্যে করেই কি তিনি কবিতা আর না ছাপার সিদ্ধান্ত নিলেন? সত্তর বছরে কিছুদিন আগে পা দিয়েছেন তিনি, তাই কি এখন নিজের মতো নিজের জন্যই কেবল ক💜াব্য রচনা করবেন? উত্তর না দিলেও ইঙ্গিত সেদিকেই। প্রসঙ্গত তাঁর লেখা এবং প্রকাশিত শেষ বইটꦅির নাম বাণপ্রস্থ।