'সঙ্গীতের নামে ওঁরা শুধুই ভেলপুরি বেচছেন।' গানের রিয়েলিটি শো নিয়ে সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করলেন গায়ক কৈলাস খের। কিছুদিন আগেই রিয়েলিটি শো নিয়ে নিন্দে করেছিলেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। এবার একপ্রকার একই কথা শোনা 𓃲গেল কৈলাস খেরের মুখে।
ঠিক কী বলেছেন কৈলাস?
শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে নিজের গান নিয়ে একটা অধিবেশনে অংশ নিতে গিয়েছিলেন কৈলাস খের। 'তেরি দিওয়ানি: শব্দো কে পার' সেশনে মঞ্চে হাজির ছিলেন গায়ক ও প্রকাশক বৈশালী মাথুর। অধিবেশন চলাকালীন কথোপকথনে ট্যালেন্ট শো বা টিভিতে হওয়া রিয়েলিটি শোয়ের প্রসঙ্গ উঠে আসে। আর এবিষয়ে যখন কৈলাস খেরকে প্রশ্ন করা হয়, কেন এখন আর তাঁকে গানের রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় না? উত্তরে কৈলাস খের বলেনꦕ ‘যে রিয়েলিটি শোগুলি গানের রিয়েলিটি শো হিসাবে তুল🗹ে ধরা হয়। সেগুলিতে আসলেই আপনাদের মতো বড় নাম এগুলিতে বিনিয়োগ করেন।’
২০০৯ সালে জাভেদ আখতার, অনু মালিক, সোনালী বেন্দ্রের সঙ্গে ইন্ডিয়ান আইডল ৪-এর বিচারক হিসাবে দেখা গ🔯িয়েছিল কৈলাস খেরকে। বছরের পর বছর ধরে, সেসময় তিনি 'সারেগামাপা লি'ল চ্যাম্পস', ‘মিশন উস্তাদ’ এবং 'রক অন'এর- মতো অন্যান্য রিয়েলিটি শোয়ের অতিথি হিসাবে উপস্থিত থাকতেন। তবে গত ১৫ বছর আর কৈলাস খেরকে এধরনের রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দেখা যায়নি।
গায়কা কৈলাস খের এদিন বলেন, ‘এগুলো শুধুই ফিল্মি ෴মিউজিক রিয়েলিটি শো। মিউজিক সে উনকা কোই লেনাদেনা হ্যায় হি নেহি। ২% জো ভেলপুরি বেচ রহে হ্যায় ফিল্ম মিউজিকের নাম পর, যো উসকো প্রমোট করতে হ্যায়। (গানের সঙ🌺্গে এর কোন সম্পর্ক নেই। যাঁরা ফিল্ম মিউজিকের নামে ২ শতাংশ ভেলপুরি বিক্রি করছেন, তাঁরাই এসবের প্রচার করেন।’
꧒প্রসঙ্গত কিছুদিন আগে গানের রিয়েলিটি শো নিয়ে খানিকটা একই মত প্রকাশ করেছিলেন সুনিধি চৌহান। এক পডকাস্টে সুনিধি বলেন, 'এই শোগুলির কিছুই আসল নয়, সবই নকল।' 'ইন্ডিয়া🌃ন আইডল'-এর কথা উল্লেখ্য করে সুনিধি জানান, শুরুর দিকে যে সমস্ত রিয়েলিটি শোতে তিনি অংশ নিয়েছে। প্রথম দুই বছর তিনি সেসব শো মিলিয়ে খুব উপভোগ করেছিলেন। কারণ, তখন রিয়েলিটি শোগুলি অনেকটাই খাঁটি ছিল। কোনও নাটক করতে হত না, অনেক মজা করে সবাই কাজ করত। দর্শকরা টিলেভিশনে যে ভাবে গান শুনতেন বা গান যেভাবে সম্প্রচারিত হত, আমরাও সেই ভাবেই শুনতাম। এর মধ্যে কোনও তফাৎ ছিল না। তবে এখন রিয়েলিটি শোতে সমস্ত কিছুকে ম্যানিপুলেট করা হয় বলে মন্তব্য করেন সুনিধি।
এবার খানিকটা একই সুর๊ শোনা গেল জনপ্রিয় গায়ক কৈলাস খেরܫের মুখে।