১৪ নভেম্বর, বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছ❀ে শিশুদিবস। এই দিনে ছোটবেলার স্🃏মৃতিতে ভরপুর নানান পোস্ট করতে দেখা গিয়েছে তারকাদেরও। এই বিশেষ দিনে আরও একবার ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন বলিপাড়ার দুই তারকা 'সিস্টার্স'। আর এঁরা আর কেউ নন, কাজল ও তনিশা।
শিশুদিবস-এ একই পোশাকে বোন তনিশার সঙ্গে ছবি পোস্ট করেছেন কাজল। তাঁদের দুজনকেই সাদা রঙের ঘটি হাতা বেগুনি রঙের ফ্রকে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে কাজল লিখেছেন, ‘আমার মধ্যে থাকা এই বাচ্চাটিকে শিশু দিবসের শুভেচ্ছা। এই পাগলামো বেঁচে 🐬থাকুক, খারাপ হোক বা ভালো, আপনি যেমন আছেন তেমনই থাকুন। পোস্টের সঙ্গে হার্ট, আই সহ দুটি হাসি মুখের ইমোজি পোস্ট করেছেন কাজল।'
কাজলের এই পোস্টে এক নেটিজেন লিখেছেন, ‘এমন ছবি আগে কখনো দেখিনি..আপনি আগেও কিউট ছিলেন এবং আজও আছেন।’ আরও একজন মন্তব্য করেছেন, ‘অমূল্য মুহূর্ত’। কেউ লিখেছেন, ‘বচপন সে হি (ছোটবেলা থেকেই দুষ্টু এবং সুন্দর) নটি অ্যান্ড লাভলি’। কারোর কথায়, ‘আরে 🍬সামনের দাঁতটাই তো নেই।’
অন্যদিকে শিশুদিবসে কিংবদন্তি মা তনুজা-র সঙ্গে নানান অদেখা মুহূর্ত পোস্ট করেছেন তনিশা মুখোপাধ্যায়। যেখানে খ্যতনামা অভিনেত্রী মায়ের সঙ্গে নানান ভাবে পোজ দিতে দেখা গিয়েছে তনিশাকে। ছবিগুলি পোস্ট করে তনিশ𝄹া লেখেন, ‘আবারও সেই দিনগুলিতে ফিরে যাওয়া। শুভ শিশু দিবস। নিজের মধ্যে থাকা শিশুটিকে বাঁচিয়ে রাখুন।’ তনিশার এই পোস্টেও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
কাজল ও তনিশা দুজনেই হলেন তনুজা ও শমু মুখোপাধ্যায়ের মেয়ে। হ্য়াঁ, মুম্বইয়ের বিখ্য🧸াত মুখোপাধ্যায় পরিবারের মেয়ে তাঁরা। যদিও একসময় অভিনয়ই এই দুই বোনের মধ্যে দূরত্বও তৈরি করেছিল। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সেকথা অকপটে শেয়ার করে নিয়েছেন তনিশা। সাক্ষাৎকারে তনুজার ছোটমেয়ে বলেছিলেন, একটা সময় অভিনেত্রী হিসাবে দিদির সঙ্গে তাঁর তুলনা দুই ব🔥োনের সম্পর্কে দূরত্ব তৈরি করেছিল। তবে বর্তমানে তাঁরা তাঁদের মধ্যে সেই সমস্য়া মিটিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন তনিশা।