কিছুদিন আগেই ‘বাদাম কাকু’ অভিযোগ এনেছিলেন ‘কাঁচা বাদাম’ গান চুরি গিয়েছে। ফের একবার অত্য🎃াচারের শিকার হওয়ার কথা জানালেন বীরভূমের দুবরাজপুরের এই ভাইরাল গায়ক। এমনই করুণ পরিস্থিতি যে জুলুমের জেরে নিজের সাধের রাজপ্রাসাদ ছেড়ে ‘পলাতক’ ভুবন বাদ্যকর। কপিরাইট ইস্য়ুর পর এবার নতুন কোন উৎপাতের শিকার হলেন বাদাম কাকু? নিজের করুণ পরিস্থিতির কথা খোলসা করেছেন ভুবন বাদ্যকর নিজেই।
‘আমার কাছে নাইগো ভুবু ভাজা বাদাম..’, গেয়ে বীরভূমের এই সাধারণ বাদাম বিক্রেতার জীবনে সুদিন ফিরেছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অন্ধকার নেমে এসেছে তাঁর জীবনে। একের পর এক ঝড়ে বিপর্যস্ত ভুবন বাদ্যকরের জীবন। নিজের ‘মমতাজ’ আদুরির জন্য লাখ লাখ টাকা খরচ করে 🅷‘তাজমহল’ বানিয়েছিলেন বাদাম কাকু। ত্রিপলের বাড়িতে দিনযাপন করা ভুবন বাদ্যকর গত বছরই দু-কাটা জমির উপর নীল রঙের টাইলস দিয়ে গড়েছেন দোতলা বাড়ি। বাড়ি নয় আস্ত রাজপ্রসাদ। তবে চাঁদার জোর জুলুমের ছেড়ে সেই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকছে হচ্ছে।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে দুবরাজপুরের বাড়ি ফাঁকা রেখে ভাগলবা কাঁচা বাদাম খ্যাত গায়ক। সেই রহস্যের সমাধান তিনি নিজেই করলেন। গায়ক জানান, খ্যাতির বিড়ম্বনা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছে𝕴ন। ভুবন বাদ্যকর জানান, ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ বলে, কারুর মেয়ের বিয়ের টাকা চাই। তাও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা’। এখানেই শেষ নয়, বিখ্যাত হওয়ার পর আইফোন কিনেছিলেন ভুবন বাবু। সেটিও টাকা চাইতে এসে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে ৩০০০ টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে যায় সেটি। আপতত লাখ টাকার অট্টালিকা ছেড়ে দুবরাজপুরে ২৭০০ টাকার ভাড়া বাড়িতে থাকছেন ভুবন বাদ্যকর।
‘বাদাম’ শব্দ উচ্চারণ করলেই পড়তে হচ্ছে 🌄কপিরাইটের গোরোয়। তার উপর গোদের উপর বিষফোড়া হয়ে দেখা দিয়েছে চাঁদা শিকারিদের জুলুম। হাতে রোজগার নেই কদিন এইভাবে ভাড়া বাড়িতে থাকতে পারবেন, তা ভেবেই চিন্তায় বাদাম কাকু।