কিছুদিন আগে শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। কিন্তু সেখানে তাঁকে রীতিমত অপমান করেন কল্যাণ। অভিনেতাক🃏ে এক প্রকার বাধ্য করা হয় প্রচার গাড়ি থেকে নেমে যেতে। যুক্তি হিসেবে বলা হয়, কাঞ্চনকে দেখಌে গ্রামের মহিলারা নাকি রিঅ্যাক্ট করছেন। কিন্তু সেই অপমান অতীত। দেবের ডাকে সাড়া দিয়ে এদিন তিনি ঘাটাল কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার সারেন। আর প্রচারে এসেই দেবের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।
আরও পড়ুন: বরের পর এবার স্ত্রীর পালা! আসন্ন স্পಌাই থ্র꧂িলারে আলিয়ার সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে ভিড়বেন ববি
এদিন কী বললেন কাঞ্চন?
এদিন সাংবাদিকদের মুখোমুখি হতেই ꦕকল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ওঠে। আর সেই বিষয়ে এদিন কাঞ্চন বলেন, 'আমি হাত বাড়ালেই বন্ধু। আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। যে প্রার্থী আমায় ডাকবেন আমি তাঁর কাছেই যাব। প্রচার করব।'
আরও পড়ুন: 'ﷺওয়াদা' করে ভুলে যান 'ধোঁকেবাজ' মোদী! বিজেপিকে ভোট নয়, বার্তা দিয়ে প্রচারের ফাঁকে প্যারোডি গাইলেন জুন
দেবের হয়ে প্রচারে বেরিয়ে কাঞ্চন অভিনেতার প্রসঙ্গে বলেন, 'দীপক অধিকারী এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওঁর কাজের নিরিখেই যেন উনি বিপুল ভোটে জয়ী হয়। আমি এটাই চাই।' এছাড়া তিনি দেবের গুণগান করে বলেন, 'আমি ওকে ছোট ভাই বলে ডাকি। ওকে অনেকবার বল💯েছি মানুষ তোমায় ভালোবাসেন, পাশে আছেন। ওঁরা তোমাকে ভালোবাসা দিয়ে আবারও নির্বাচনে জয়ী করবেন। ও আমায় ভালোবেসে কাছে টেনে নিয়েছে। ෴এটাই তো থাকে আর কিছু থাকে না।'
দেবের হয়ে প্রচার কাঞ্চনের
এদিন ঘাটাল কেন্দ্রে কেশপুরের মোহনপুর এলাকায় দেবের হয়ে প্রচার করেন। দেব উত্তরপাড়ার বিধায়কের পরিচয় দিয়ে জানান 🎃তিনি ওঁর বন্ধু হন। দেব এদিন কাঞ্চনের প্রসঙ্গে বলেন, 'আমার মনে হয়েছিল কাঞ্চন দা এলে সবার ভালো লাগবে। কর্মীরা মনে জোর পাবেন। ওকে সকলেই ভালোবাসেন।' এদিন তাঁরা প্রচারের ফাঁকে একটি মন্দিরে গিয়ে পুজোও দেন।