চলতি বছরের একদম শুরু থেকেই খবরের শিরোনামে থেকেছেন কাঞ্চন মল্লিক। কখনও তৃতীয় বিয়ের জন্য, কখনও ভোট প্রচারে সমস্যার জন্য, কখনও আবার আরজি কর নিয়ে বেফাঁস মন্তব্য করায়। তবে দেবীপক্ষ আ𓆏সতেই সেসব ভুলে এবার ভক্তদের সুখবর শোনালেন তিনি। দিলেন বিশেষ কিছুর আগমন বার্তা। চাইলেন আশীর্বাদও। কী ঘটেছে?
আরও পড়ুন: 'আপনার না অশৌচ', পঞ্চমীতে দ♐েবীর আগꦓমন শ্রুতির বাড়িতে! ছবি দিতেই কটাক্ষ নেটপাড়ার
কাঞ্চন মল্লিক কী বার্তা দিলেন?
টলিউডের𓃲 অন্যতম সিনিয়র অভিনেতা তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দায় তিনি দাপিয়ে কাজ করেছেন। এবার বলিউডের আসন্ন একটি ছবিতে দেখা যাবে তাঁকে। আর সেই খবরই পঞ্চমীর দিন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ভাবছেন কোন ছবি? ভুল ভুলাইয়া ৩।
এদিন এই সুখবর দিয়ে দুটো ছবি পোস্ট করে কাঞ্চন মল্লিক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক কিছু দিয়েছে। অনেক সম্মান, খ্যাতি দিয়েছে। কিন্তু আমি যখনই অন্য ইন্ডাস্ট্রিতে যাই প্রথম দিনের মতোই ভয় করে। কিন্তু সেখানে যাওয়ার পর দেখি বাংলা ইন্ডাস্ট্রির মতোই সেখানকার লোকজন আমায় গ্রহণ করে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে মানুষের কাছের অভিনেতা, ঘরের অভিনেতা করে তোলার জন্য। আর আপনাদের কাছে কৃতজ্ওঞ আমার মতো এমন একজন ক্ষুদ্র অভিনেতাকে এতদিন ধরে একই রকম ভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি এখনও আপনাদের থেকে আশীর্বাদ আর ভালোবাসা চাই।'
তিনি এরপর লেখেন, 'আমি আপনাদের আশীর্বাদ চাই আমার পরের কাজ ভুল ভুলাই𝔍য়া ৩ এর জন্য। আগামী দীপাবলিতে মুক্তি পাবে ছবিটা। আমি ভুল ভুলাইয়া ৩ ছবির গোটা টিমকে ধন্যবাদ জানাচ্ছি আ🎶মার সহযোগিতা করার জন্য, আমার সঙ্গে কাজ করার জন্য।'
প্রসঙ্গত এই সুখবর দেওয়ার পরই স্ত্রী শ্রীময়ীর সঙ্গে পঞ্চমীর সাজে ধরা দেন কাঞ্চন মল্লিক। সেখানে দুজনকে নীল রঙের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেতা নীল শার্ট এবং জিন্স পরেছিলেন।ꦚ অন্যদিকে শ্রীময়ীর পরনে ছিল নীল চুড়িদার♔।