বিতর্ক মাথায় নিয়েই ধুমধাম করে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের পুজো কার্নিভাল। রেড রোড জুড়ে আলোর রোশনাই, আর বাহারি পুজোর ট্যাবলো। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আলোকিত করলেন তৃণমূলের তারকা বিধায়ক-সাংসদেরা। রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, এমনকী মান-অভিমান ভুলে নুসরত জাহানও এদিন নীলাম্বরি হয়ে হাজির পুজো কার্নিভালে। আরও পড়ুন-সিপি ছাড়া পিসি যেন ছিপি হারা শিশি’, কাঞ্চনের উপর💧 রাগ থেকেই মমতাকে কটাক্ষ? মিম শেয়ার করায় তুলোধনা পিঙ্কিকে
কিন্তু মঙ্গলবারের অনুষ্ঠানে দেখা মিলল না উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর নতুন বউ শ্রীয়মীর। পুজোর ক♍'টা দিন জমিয়ে প্যান্ডল হপিং করেছেন স্বামী-স্ত্রী। সিঁদুরে রাঙা হয়ে দশমীতে ছবিও দিয়েছিলেন। কিন্তু পুজো কার্নিভালে কাঞ্চনের অনুপস্থিতি ঘিরে ফিসফিসানি শুরু।
লোকসভা ভোটের আগে থেকেই কাঞ্চনের সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। চলতি বছর কেন পুজো কার্নিভালে নেই কাঞ্চন-শ্রীময়ী? টিভিনাইন বাংলাকে উত্তরপাড়ার বিধায়ক বলেন, ‘প্রতিবারেই তো ♈যাই, তবে এবারটা আর যেতে পারলাম না। শরীরটা একদম ভাল নেই। এই মাত্র ডাক্তার দেখিয়ে ফিরছি। এসজিপিটি ভীষণ বেশি। বড় ধরনের ইনফেকশন হয়েছে। সেখান থেকে জ্বর এসেছে। ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন। শরীর ভাল থাকলেꦐ অবশ্যই যেতাম।’ অসুস্থ বরের সেবা করতেই পুজো কার্নিভালে যাননি শ্রীময়ী।
'গ্রামের মহিলারা কাঞ্চনকে দেখলে রিঅ্যাক্ট করছে', এই কারণেই গত এপ্রিলে কোন্ননগরে বিধায়ক কাঞ্চনকে প্রচারসঙ্গী না করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাঁটুর বয়সী শ্রীময়ীর সঙ্গে বিয়ের জেরেই কাঞ্চনের ভাবমূর্তি নষꦛ্ট হয়েছে বলে ধারণা দলের একাংশের। আরজি কর ধর্ষণ কাণ্ডের পরেও চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন কাঞ্চন। ‘ওঁরা সরকারি বেতন নেবেন তো, আর বোনাস?’ কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের এই ভঙ্গিতে খোঁচা দিয়ে রোষের মুখে পড়েছিলেন তারকা বিধায়ক। পরে হাত জোর করে ক্ষমাꦍও চান।
মমতার কাছে ‘নালিশ’ ঋতুপর্ণার? ভাইর꧑াল শ্রীলেখার পোস্ট, বললেন, ‘দুটোই স্কিমবাজ’
প্রসঙ্গত, শুধু কাঞ্চন-♏শ্রীময়ী নয়, এই বছর পুজো কার্নিভালে তৃণমূলের অনেক তারকা সদস্যই শরিক হননি। তালিকায় রয়েছেন তৃণা সাহা, সৌরভ দাস, কৌশানি মুখোপাধ্যায়। যদিও পৌঁছেছিলেন তৃণার বেটার হাফ নীল ভট্টাচার্য। শুরুতে শোনা গিয়েছিল পুজো কার্নিভালে নাকি নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়, তবে নাচ পরিবেশন তো দূর ডোনা এবং সৌরভ দুজনেই হাজির ছিলেন না এই অনুষ্ঠানে। কিন্তু ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দল ‘দীক্ষা মঞ্জরি’ গুরুমা ডোনার নির্দেশিত নৃত্য পরিবেশন করেন মমত🦄ার গানে।