২ অক্টোবর, মহালয়ার হাত ধরে পিতৃপক্ষের অবসাౠন ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। পুজো শুরু হতে আর তো হাতে গোনা কয়েকদিন। তবু এবার কেমন যেন উৎসবের আমেজ নেই। আরজি করের ঘটনার পর সব আনন্দই যেন বড় ফিকে। তাই এবার পুজোটা কীভাবে কাটাবেন, সেই পরিকল্পনাই ফাঁস করেছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
পিঙ্কি, কাঞ্চন মল্লিকের থেকে দূরে সরে গিয়েছেন বহুদিন হল। তবে পাকাপাকিভাবে ডিভোর্স হয়েছে চলতি বছরের শুরুতেই। কাঞ্চনের থেকে আলাদা হওয়ার পর বর্তমানে মা-মাসি ঠাম্মি সাবিত্রি চট্টোপাধ্যায় আর ছেলে ওশকে নিয়েই সংসার পিঙ্কির। একদিকে অভিনয়, সিরিয়ালের শ্যুটিং এবং মা-ঠাম্মির দেখভাল, সবটাই একা হাতে করেন পিঙ্কি। তবে এবার পুজোর কী পরিকল্পনা, সেপ্রসঙ্গে পিঙ্কি টিভি৯ বাংলাকে জানিয়েছেন, পুজোর কটাদিন শহর থেকে🎉 দূরেই থাকতে চান তিনি।
পিঙ্কির কথায়, তিনি এখনও গড়িয়াহাট, হাতিবাগান থেকে বাজার-দোকান করেন, এবার তিনি বেশ ভালো করেই খেয়াল করেছেন পুজোর আগে গড়িয়াহাটে যা ভিড়, ধাক্কাধাক্ꦚকি থাকে, এবার সেটা নেই। প্রত্যেকবছর মানুষের ভিড়ে পা রাখা যায় না, আর এবার যেন বিষণ্ণকা গ্রাস করেছে। তিনি নিজেও পুজোর পরিকল্পনা ক💎রেননি বলেই জানান।
আরও পড়ুন-দিন ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে গিয়েছিল, মিঠুন দাদাসাহেব ফালকে জে﷽তায় কী বললেন মমতাಌ শঙ্কর?
পিঙ্কি জানাচ্ছেন, তাঁর ছেলে ওশ বয়সে ছোট হলেও অনেকটাই পরিণত মনের। এবার সেও কোনও বায়না করেনি। প্রত্যেকবার বাড়িতে নানান পরিকল্পনা থাকে, রেস্তোরাঁয় খেতে যাওয়ার পরিকল্পনা হয়, তবে এবার কিছুই নেই। এবার সকলেই আরজি কর মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছেন বলে জানান পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পিঙ্কির কথায়, ওশ কিংবা মা, ঠাকুমা কারোরই মন তেমন ভালো নেই। তাই এবার পুজোয় শহর থেকে দূরে থাকতে পুজোর ৪দিন কাছাকাছি কোথাও ঘুরে আসবেন। শান্তিনিকেতন তাঁদের পছন্দের জায়গা, তাই এবার সেখানে যা🐲ওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান।
প্রসঙ্গত, চলতি বছরই তৃণমূল বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিকের থেকে আইনত আলাদা হয়েছেন পিঙ🍃্কি বন্দ্যোপাধ্যায়, তারপর থেকে ছেলের দায়িত্ব একা হাতেই সামলাচ্ছেন তিনি। অন্যদিকে ২৩ বছরের ছোট শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর এবার তাঁর সঙ্গে কাঞ্চনের প্রথম পুজো। তাই এবার পুজোয় নানা পরিকল্পনার কথা জানিয়েছেন শ্রীময়ী।