যেন অসাধ্য সাধন হল! 🎀একই ছাদের তলায় বলিউডের তিন তারকা— করণ জোহর, তাপসী পান্নু, কঙ্গনা রানাউত। 🍎সৌজন্যে একতা কাপুর।
দীপাবলি উপলক্ষে পার্টি দিয়েছিলেন একতা। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউডের তাবড় তারকার💝া। কিন্তু সেই চাঁদের হাটে করণ, তাপসী এবং কঙ্গনাকে একসঙ্গে দেখে অবাক অনেকেই। করণের সঙ্গে কঙ্গনার বিতণ্ডার কথা কারও অজানা নয়। সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর প্রকাশ্🥂যে পরিচালককে আক্রমণ করেছিলেন 'ক্যুইন'। করণের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনে কাঠগড়ায় তুলে দিয়েছিলেন তাঁকে।
কঙ্গনা একা নন। তাপসীও আকারে-ইঙ্গিতে নানা সময়ে করণ♓ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযো🦩গ এনেছেন। কিছু দিন আগে 'কফি উইথ করণ' নিয়েও কটাক্ষ বাণ ছুঁড়ে দিয়েছিলেন অভিনেত্রী।
কী ভাবছেন? তিক্ততার আখ্যান এখানেই শেষ?
বলিউডের দুই নায়িকার সম্পর্কও বিশেষ সুমধুর নয়। তাপসীকে এক সময়ে 'বি গ্রেড' অভিনেত্রীর তকমা দিয়েছিলেন কঙ্গনা। দাবি করেছিলেন, বলিউডে টিকে থাকতে শক🐬্তিশালী শিবিরের চাটুকারিতা করছেন তাপসী।
তবে উৎসবের মেজাজে বিতর্ক অতীত। যাবতীয় তিক্ততা ভুলে একতার ডাকে সারা দিলেন তিন তারকা।
(আরও পড়ুন: ‘উনি একজন সিনিয়র…!’, কঙ্গনার সঙ্গে তুলনা ওঠায় একটু কি মন খারাপ রুক্মিণীর?)
একতার পার্টির জন্য সবুজ রঙের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন কঙ্গনা। তাঁর গলায় ভারী হার নজর কেড়েছে প্রত্যেকের।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলসকে ‘তুচ্ছ♍-তাচ্ছিল্য’📖 করছেন করণ জোহর, কঙ্গনার কটাক্ষ ‘আপনি কি চিজ..
বাহারি রঙের কুর্তায় তাক লাগিয়েছেন করণও। একতার সঙ্গে বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বন্ধুর পার্টি🉐তে বলিꦦউডের সহকর্মীদের সঙ্গে আড্ডা জমালেন পরিচালক।
বাকি দু'জনের মতো𓆉 তাপসীর সাজও ছিল ন𒉰জরকাড়া। হালকা গোলাপি রঙের ধুতি শাড়ি পড়ে কঙ্গনার পার্টিতে হাজির হয়েছিলেন তিনি।