কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে এর আগেও একবার ‘তু তু ম্যায় ম্যায়’ হয়ে গিয়েছিল কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের। বুধবার ফের বোঝা গেল সেই লড়াই থামেনি। বরং ঝামেলার রেশ একটা থেকেই গিয়েছিল। এবার তো সোজাসুজি পঞ্জাবের এই গায়ককে গ্রেফতারের হুমকি দিলেন বলিউডের কুইন অভিনেত্রী।
খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে হন্যে হয়ে খুঁজছে পঞ্জাব পুলিশ। আপাতত তা নিয়ে সেই রাজ্য তোলপাড়। সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে ‘পুলিশ এসে গিয়েছে’ শব্দবন্ধ। যাকে কেন্দ্র করে ক্যাম্পেনও করে ফেলেছে একাধিক সংস্থা। সম্প্রতি কঙ্গনার টুইটে যেই বিজ্ঞাপনটি দেখা গেল তা এক ফুড ডেলিভারি সংস্থার। এই শব্দবন্ধের ছন্দকেই তাঁরা কাজে লাগিয়েছেন সেখানে। হরেক রকম ডালের ছবি দিয়ে লিখেছেন, ‘Oꦗye Pulse aagayi Pulse’। বাংলায় ‘পাল্স’ শব্দের অর্থ হচ্ছে ডাল।
আর এই বিজ্ঞাপনই কঙ্গনা টুইটারে শেয়ার করেন। এবং তাতে ট্যাগ করেন দিলজিৎকে। আর সঙ্গে জুড়ে দেন, ‘শুধু বলছি…’। এরপর অন্য একটি পোস্টে কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘যারা খালিস্তানিদের সমর্থন করেছেন, 💝তারা সবাই মনে রাখবেন পরবর্তী ব্যক্তি আপনি। পুলিস আপনার কাছে যাবে। এখন আর সেই সময় নেই, যখন যে কেউ যা কিছু করতে পারত। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে বা তাকে ধ্বংস করতে চাইলে উচিত শিক্ষা দেওয়া হবে।’
কঙ্গনার এই ট্যাগে কোনও উত্তর দেননি দিলজি🔯ৎ টুইটারে। বরং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গায়ক শুধু লিখেছেন, ‘আমার পঞ্জাবের উন্নতি অব্যাহত থাকুক।’ সঙ্গে একটা জোর হাত করার ইমোটিকন। খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে নাকি সমর্থন করেন দিলজিৎ দোসাঞ্জ, এই অভিযোগেই বুধবার সোশ্যাল নেটওয়ার্কেꦕ সরাসরি আক্রমণ করেন কঙ্গনা পঞ্জাবের গায়ককে।
প্রসঙ্গত, কৃষক আন্দোলনের সময়ে কৃষকের পাশে থেকে আওয়াজ তুলেছিলেন পঞ্জাবি তারকা। আর তখন কঙ্গনা রানাওয়াত দিলজিৎকে ‘করণ জোহরের পোষা কুকুর’ বলে আক্রমণ করেছিলেন। তখনও বেশ ঠান্ডা মাথাতেই জবাব দিতে গিয়েছিল দিলজিতকে। এবারেও তার অℱন্যথা হল না।
কাজের সূত্রে, কঙ্গনাকে এরপর দেখা যাবে এমার্জেন্সি সিনেমায় যেখানে তিনি প্রাক♕্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে। এরপর বাংলার নটী বিনোদিনীর বায়োপিকে দেখা মিলবে তাঁর। সেই সিনেমার জন্য নিচ্ছেন কড়া প্রস্তুতিও।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )