নির্দিষ্ট দিনে মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাওয়াত অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত ছবি এমারজেন্সি। শিখরা আপত্তি জানিয়েছেন এই ছবিটি নিয়ে। এসব বিতর্কের মাঝে এই ছবির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্ট হাইকোর্টের দ্ব🍷ারস্থ꧋ হল। মঙ্গলবার তাঁরা উচ্চ আদালতে গিয়ে আবেদন করেন যাতে সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশন এই ছবিকে সার্টিফিকেট দেয়।
কী জানা গিয়েছে এই বিষয়ে?
জি এন্টারটেইনমেন্টের আবেদনের পর হাইকোর্ট এই বিষয়ে শুনতে বুধবার শুনতে রাজি হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর অর্থাৎ এই আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটার। ইন্দিরা গান্ধীর জীবনের উপর তৈরি এই ছবিটি বিতর্কে জড়𝓰িয়ে পড়ে সম্প্রতি। শিখ সংগঠন এবং শিরোমণি আকালি দলের তরফে আ𝔍পত্তি জানানো হয়েছে এই ছবিটি নিয়ে, তাঁদের মতে এই ছবিতে তাঁদের নিয়ে ভুল তথ্য দেখানো হয়েছে। ইতিহাসকে বিকৃত করা হয়েছে।
আর এই বিতর্ক উসকে যাওয়ার পরই সিবিএফসি নাকি বেআইনিভাবে এবং অকারণ ছবিটির সার্টিফিকেট আটকে দিয়েছে। এমনটাই জি এন্টারটেইনমেন্টের তরফে করা পিটিশনে জা♉নানো হয়েছে। তাঁদের একজন আইনজীবী এই বিষয়ে জানিয়েছেন সেন্সর বোর্ড সার্টিফিকেট রেডি করে রেখেছে তবুও সেটা ইস্যু করꦡছে না। বুধবার শুনানি হবে এই পিটিশনের ভিত্তিতে।
প্রসঙ্গত এমারজেন্সি ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনুপম খের🧸, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক প্রমুখ।
আরও পড়ুন: 'কৌশিকী অমাবস্যার🌱🔯 পাঁঠা বলি', দুর্নীতির দায়ে সিবিআইয়ের জালে সন্দীপ পড়তেই মন্তব্য লাফটারসেনের
আরও পড়ুন: সন্দীপের গ্রেফতারিতেওไ নিশ্চিত হতে পারছেন না শিলাজিৎ! বললেন, 'আর কারা গ❀োকুলে বাড়ছে সেটা এবার...'