একর𓄧াশ আশা জাগিয়ে শুরু হয়েছিল জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’। কিন্তু শুরুতেই বিতর্কের মুখে এই মেগা সিরিয়াল। মানালি দে-র কামব্যক শো নিয়ে এখন আলোড়ল সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে সিরিয়ালের সাম্প্রতিক ট্র্যাক। যেখানে দেখানো হয়েছে ফুলসজ্জার রাতে বৌ নয়, মা-কে আগলে শুয়ে রয়েছে শিমুলের বর। অন্যদিকে নতুবন বউ শিমুলের ঠাঁই হয়েছে খাটের পাশে রাখা চেয়ারে!
হ্যাঁ, ছেলের ফুলসজ্জার রাতে আচমকাই অসুস্থবোধ করছেন শিমুলের শাশুড়ি, ফলে ছেলে-বৌমার প্রথম রাতেই কড়া নেড়েছেন পরাগের মা। কারণ বড় ছেলে ছাড়া তাঁর গতি নেই! এরপর ফুলসজ্জার বিছানাতেই বুকে যন্ত্রণা নিয়ে শুয়ে▨ পড়েন তিনি। মা সোহাগী ছেলে পরাগেরও গোটা বিষয় নিয়ে কোনও হেলদোল নেই। ‘মা-ছেলের ফুলসজ্জা' দেখানোয় তোপের মুখে চ্যানেল ও নির্মাতারা। নেটমাধ্যমে ছিছিকার এই সিরিয়াল ঘিরে। একজন লেখেন- ‘কোন মা ছেলের ফুলসজ্জার খাটে এসে এরকম ভাবে শুয়ে পরে?’ অপর একজন লেখেন, ‘এগুলো জাস্ট নোংরামো, বাংলা সিরিয়াল দিন দিন অধঃপতনে যাচ্ছে’। ২০২৩ সালে দাঁড়িয়েও সিরিয়ালে এইসব দৃশ্য দেখিয়ে ঠিক কী প্রমাণ করতে চাইছেন নির্মাতারা? প্রশ্ন সবার।
এই সিরিয়ালে মানালির শাশুড়ির চরিত্রে দেখা মিলছে রীতা দত্ত চক্রবর্তীর। ‘ধুলোকণা’র পর এই সিরিয়ালেও মানালির পর্দার শাশুড়ি তিনি, এবারও বনিবনা হচ্ছে না দুজনের। শিমুলের শাশুড়ি কী বলছেন এই বিতর্ক নিয়ে? অভিনেত্রীর কড়া জবাব, ‘লেখক তো কিছু ভেবেই এমন দ🦄ৃশ্য লিখেছেন। আর যাঁরা ছেলের সঙ্গে মায়ের ফুলসজ্জার মতো কটূক্তি করছেন, সে বিষয়ে বলব এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন।’ আনন্দবাজারকে তিনি আরও জানান,'আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় এলে আমরা একসঙ্গে শুই। এমন ধরনের ভাবনা সত্যিই মেনে নেওয়া যায় না।' রীতা দেবী আরও বলেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না হওয়ায় সেখানে কী হচ্ছে তার জানা নেই। সিরিয়ালে যা দেখানো হয়েছে তার সঙ্গে শহুরে মায়েদের মিল পাওয়া যাবে না তাও মেনে নেন অভিনেত্রী।
মানালি ছাড়াও এই স✨িরিয়ালে অভিনয় করছেন স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস ও সৃজনী মিত্রকে। পাড়ার পাঁচ মহিলার জীবন সংগ্রামের গল্প দিয়েই সাজানো এই মেগা, যদিও মূল ফোকাস শিমুল। এতদিন পরাগ-শিমুলের বিয়েকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। আগামিতে কোন মোড় নেবে কার কাছে কই মনের কথা, সেটাই এখন দেখবার।