কার কাছে কই মনের কথাꦦ ধারাবাহিকে এবার পুতুলের বিয়ে দেখানো হতে চলেছে। পুতুলের স্যার, তীর্থ মধুবালা দেবীকে প্রস্তাব দিয়েছে তাঁর মেয়েকে বিয়ে করার। জানিয়েছে সে পুতুলকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এই প্রস্তাবে তাঁরাও সবাই সম্মতি জানিয়েছেন। এদিনের পর্বে দেখানো হবে পুতুল, তার মা, বৌদি শিমুল এবং বিপাশা তীর্থদের বাড়িতে যাবে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন পর্ব
এদিন বাড়ির সবাইকে নিয়ে তীর্থর বাড়িতে আসে পুতুল। তাকে দে💫খেই তীর্থর বৌদি তাকে বাঁকা বাঁকা কথা শোনাতে থাকে। সে কেন শ্বশুরবাড়িতে প্রথমদিন এল, কেন এত কথা বলে ইত্যাদি শোনায়। একই সঙ্গে ঠারেঠোরে শুনিয়ে দেয় এতক্ষণ বাড়িতে যখন কেউই ছিল না তখন সে আর তার দেওর অর্থাৎ তীর্থ একই সঙ্গে একই ঘরে একই বিছানায় পাশাপাশি ঘুমাচ্ছিল। এটা শুনে সন্দেহ দেখা দেয় শিমুলের মনে। যদিও তীর্থ সবটাই ম্যানেজ করে নেয়। তবে তার বৌদি আবার শোনায় যে তার দেওর নেহাত দয়া করে এই বিয়ে করছে। ভালোবেসে নয়। কিন্তু পুতুলের স্যার জানায় যে সে সত্যিই ওকে ভালোবাসে। এরপর বিপাশার বাড়িতে ফিরে শিমুল শতদ্রুকে সবটা জানায়। বলে ওর সন্দেহ হচ্ছে গোটা বিষয়টা নিয়ে। তীর্থর বৌদি যে ওকে নিয়ে পসেসিভ সেটাও বলে।
আরও পড়ুন: 'এমা 🌊প্যান্ট পরেনি...' শুধু টপ পরে তোপের মুখে সোহিনী! তুলোধনা করে কী বল✅ছে নেটপাড়া?
আরও পড়ুন: 'খুব ಌভালো মানুষ ছিল', ১৯ এই না ফেরার দেশে দঙ্গলের ছোট ববিতা, বন্ধু সুহানির স্মৃౠতিতে বুঁদ জায়রা
অন্যদিকে পরাগ শিমুলকে এদিন আবার অনুরোধ করে তার সঙ্গে নতুন করে সংসার বাঁধার জন্য। সবটা নতুন করে শুরু🍒 করার জন্য। কিন্তু তাতে রাজি হয় না শিমুল। ননদকে দেখেই পুরনো শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে। এখন সব সম্পর্কের সমীকরণ কোন মোড♛় নেয় সেটাই দেখার।
আরও পড়ুন: ৫৮-এর যুবক বলবে কে! ছেলেরౠ ব্র❀্যান্ডের প্রচারে শার্টলেস অবতারে শাহরুখ, ছড়ালেন উষ্ণতা
কার কাছে কই মনের কথা প্রসঙ্গে
এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিতꩵ হয়। এখানে মুখ্য ভূমিকায় মানালি দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখকে দেখা যাবে।