সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক করণ জোহর। রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিয়েছেন এই পরিচালক-প্রযোজক। নাম ঘোষিত হয়েছিল প্রায় দু-বছর আগে অবশেষে ২০২০ সালের পদ্ম-সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শౠাহও।
সোমবার রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করার পর সামাজিক মাধ্যমে নিজের একাধিক ছবি শেয়ার করেন করণ। এদিন মনীশ মালহোত্রার ডিজাইন করা কালো পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। নিজের এ🌳কগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ব্রোচের নীচে পদকটি পিন করেছিলেন এবং ক্যামেরার জন্য পোজ দেন। একটি ছবিতে তার মা হিরু জোহরকেও দেখা গেছে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পদ্মশ্রী সম্মান পাওয়ার পর দুই সন্তান যশ অবং রুহির প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে করণ লেখেন, 'যদি গতকাল সন্ধ্যের অনুভূতি প্রকাশ করি, তাহলে বলব, আমার জীবনের অন্যতম স্মৃতিবিজরিত মুহূর্ত হয়ে থাকবে চিরকাল। আমি জানি আমি আমার বাবাকে গর্ব অনুভব করিয়েছি। আর অত্যন্ত আনন্দ অ♛নুভব করেছি, ওই রকম একটা মুহূর্তে আমার মাকে পাশে পেয়ে। আমার সন্তানরা আমাকে জিজ্ঞাসা করে, 'ড্যাডা তুমি পদক জিতেছো?' আমি ওদের বলি, হ্যাঁ। আꦓমি আশা করি, তোমরাও একদিন এমন সম্মান পাবে। কৃতজ্ঞ এবং সম্মানিত অনুভব করছি। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই মনীশ মালহোত্রাকেও। এমন অনুষ্ঠান তাঁর ডিজাইন করা পোশাকে আমাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য।'
পদ্মশ্রী নেওয়ার মুহূর্তের ভিডিয়ো টুইটারে শেয়ার করে করণ লেখেন, 'আজ আমি অত্যন্ত সম্মানিত অনুভব করছি। পদ্মশ্রী সম্মান আমাকে সম্মানিত করার পাশাপাশি গর্বিতও করেছে। মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের হাত থেকে এমন পুরস্কার𒐪 পেয়ে আমি আপ্লুত। এই বিশেষ মুহূর্ত আমার জন্যꦬ, আমার মায়ের জন্য, আমার সন্তানদের জন্য এবং আমার কোম্পানির জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।'